Aryan Khan: মাদক কাণ্ড ক্লিনচিট পাওয়ার পর মুখ খুলেই এনসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরিয়ানের
Mumbai Drug Case: বিস্তারিত তদন্তের পর এনসিবির তদন্তকারী দল ক্লিনচিট দেয় আরিয়ানকে। মাদক কাণ্ডে গ্রেফতারি, জামিন, ক্লিনচিট, সমস্ত কিছুর পর অবশেষে মুখ খুললেন আরিয়ান খান।
মুম্বই: গত বছর শেষের দিকে মাদক কাণ্ডে গ্রেফতার হন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, ক্রুজ কর্ডেলিয়ায় রেভ পার্টিতে মাদক ছিল তাঁর কাছে। মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর এক মাস জেলেও কাটাতে হয় তাঁকে। চলে জামিনের জন্য দীর্ঘ আইনি জটিলতা। জামিন মিললেও আদালতের একাধিক শর্ত মেনে চলতে হয় তাঁকে। যদিও পরবর্তীকালে বিস্তারিত তদন্তের পর এনসিবির তদন্তকারী দল ক্লিনচিট দেয় আরিয়ানকে। মাদক কাণ্ডে গ্রেফতারি, জামিন, ক্লিনচিট, সমস্ত কিছুর পর অবশেষে মুখ খুললেন আরিয়ান খান।
মুখ খুললেন আরিয়ান খান-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহ যিনি বিশেষ তদন্তকারী দলের কর্তাও, তিনি সম্প্রতি আরিয়ান খানের সঙ্গে কথপোকথনের কিছু অংশ প্রকাশ্যে এনেছেন। যেখানে খোলা মনে আরিয়ান তাঁর সঙ্গে অনেক কথা বলেছেন। সঞ্জয় সিংহের বক্তব্য অনুযায়ী, আরিয়ান তাঁকে বলেন, 'স্যর, আপনারা আমাকে আন্তর্জাতিক মাদক চক্রের পাচারকারী হিসেবে বর্ণিত করেছেন। যেন আমি আন্তর্জাতিক স্তরে মাদক পাচার করে থাকি। মনে হয় নাকি এই অভিযোগের কোনও ভিত্তিই নেই? সেদিন ওঁরা আমার কাছ থেকে কোনওরকমের মাদক পাননি। তাও আমাকে গ্রেফতার করা হল। স্যর, আপনারা আমার সমস্ত মান সম্মান, আমার মর্যাদা হানি করেছেন। আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন। কেন আমাকে এতগুলো সপ্তাহ জেলে কাটাতে হল? আমি কি সত্যিই এগুলো ডিজার্ভ করি?'
আরও পড়ুন - New Bengali Serial: ছক ভাঙা এবং অসমবয়সী প্রেমের গল্প নিয়ে আসছে নতুন বাংলা ধারাবাহিক 'ইন্দ্রাণী'
প্রসঙ্গত, গত বছর অক্টোবরে প্রমোদতরী কর্ডেলিয়া থেকে মাদক কাণ্ডে গ্রেফতার হন আরিয়ান খান। একাধিক ব্যক্তির সঙ্গে তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রমাণ নষ্ট, প্রভাব খাটিয়ে তদন্ত বানচাল করার নানা অভিযোগ তুলে বারবার জামিন খারিজের আবেদন জানায় এনসিবি। এর ফলে একটা মাস জেলে কাটাতে হয় শাহরুখ পুত্রকে। জামিনের জন্য চলে দীর্ঘ টানাপোড়েন। নানা আইনি জটিলতার পর একমাস পর জামিন পান আরিয়ান। কিন্তু প্রতি সপ্তাহে তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চলে বিস্তারিত তদন্ত। সদ্য কিছুদিন আগেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে ক্লিনচিট দেওয়া হয় আরিয়ান খানকে। জানিয়ে দেওয়া হয় তাঁর কাছ থেকে কোনওরকম মাদক পাওয়া যায়নি। পাশাপাশি তদন্তে একাধিক গাফিলতির কথাও জানায় সিট।