Aryan Khan Birthday: আরিয়ান খানের জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জুহি চাওলার
Aryan Khan Birthday: জুহি চাওলা একটি পুরনো ছবি পোস্ট করেন যেখানে খুদে আরিয়ান ও সুহানার সঙ্গে দেখা যাচ্ছে তাঁর দুই সন্তান জাহ্নবী মেহতা ও অর্জুন মেহতাকে। তাঁর ব্যক্তিগত অ্যালবাম থেকে ছবি পোস্ট করেন।
মুম্বই: ১২ নভেম্বর, শুক্রবার, ২৪ বছরে পা দিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর জন্মদিনে, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে আরিয়ানকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী জুহি চাওলা। সঙ্গে লেখেন একটি মিষ্টি নোট। 'ডর' অভিনেত্রী আরিয়ানের জন্মদিন উপলক্ষে ৫০০টি বৃক্ষ রোপনেরও সংকল্প নিয়েছেন।
জুহি চাওলার থ্রোব্যাক ছবিতে সুহানা, জাহ্নবী (Juhi Chawla’s Throwback Pic Features Suhana, Jahnavi)
জুহি চাওলা একটি পুরনো ছবি পোস্ট করেন যেখানে খুদে আরিয়ান ও সুহানার সঙ্গে দেখা যাচ্ছে জুহির দুই সন্তান জাহ্নবী মেহতা ও অর্জুন মেহতাকেও। স্মৃতির সরণি বেয়ে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত অ্যালবাম থেকে ছবিটি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ানকে।
View this post on Instagram
ক্যাপশনে জুহি লেখেন, 'আজকের বিশেষ দিনের জন্য আমার ব্যক্তিগত অ্যালবাম থেকে আরও একটা। শুভ জন্মদিন আরিয়ান। এই সবকটি বছরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম রয়েছে। তোমাকে ঈশ্বর আশীর্বাদ করুন, রক্ষা করুন ও সঠিকভাবে চালনা করুন। ভালবাসা। তোমার নামে ৫০০টি বৃক্ষ রোপন করব।'
কমেন্ট বক্স ভরেছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়। অন্যদিকে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুহানা খানও।
মাদককাণ্ডে গ্রেফতার হওয়া আরিয়ান খানকে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় বম্বে হাইকোর্ট। আর শাহরুখ-পুত্রের জামিনে সই করেন কিং খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলিউড অভিনেত্রী জুহি চাওলা। আইজীবী সতীশ মানশিন্ডে এদিন বলেন, 'শাহরুখ খানের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তিনিই আরিয়ানের জামিনদার হয়েছেন। জামিনের প্রয়োজনীয় নথিতে তিনিই সই করেছেন।' তিনি আরও বলেন, 'জামিনের জন্য আদালতের সমস্ত দরকারি কাজ শেষ হয়ে গিয়েছে। এবার প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি পাঠিয়ে দেওয়া হবে জেল কর্তৃপক্ষের কাছে। আরিয়ানের জামিনে মুক্তির আগে সেই সমস্ত কাগজপত্র খুবই দরকারি।'