Aryan Khan Case: আরিয়ানের জামিনে সই করলেন শাহরুখ ঘনিষ্ঠ কোন বলিউড নায়িকা?
জামিন মঞ্জুর হয়ে গেলেও আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন না আরিয়ান খান। আদালত থেকে এখনও জামিনের প্রয়োজনীয় নথি এসে না পৌঁছনোয় আজও জেলে থাকতে হবে আরিয়ানকে। জেলের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায় শাহরুখ খানকে।
![Aryan Khan Case: আরিয়ানের জামিনে সই করলেন শাহরুখ ঘনিষ্ঠ কোন বলিউড নায়িকা? Aryan Khan Case: Juhi Chawla Signs Surety For Aryan Khan Aryan Khan Case: আরিয়ানের জামিনে সই করলেন শাহরুখ ঘনিষ্ঠ কোন বলিউড নায়িকা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/29/7fcbb41176273c65ab44463967a5ea2e_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে মাদককাণ্ডে আটক হন আরিয়ান খান (Aryan Khan)। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতারের পর নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যায় তাঁর। এরপরই গত সপ্তাহে জামিনের আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ানের আইনজীবীরা। বম্বে হাইকোর্ট গতকাল তাঁর জামিন মঞ্জুর করেছে।
আরও পড়ুন - Aryan Khan Bail: আরিয়ানের জামিন মঞ্জুরের ঘোষণায় কী প্রতিক্রিয়া বলিউড সেলেবদের?
জামিন মঞ্জুর হয়ে গেলেও আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন না আরিয়ান খান। জানা যাচ্ছে, আদালত থেকে এখনও জামিনের প্রয়োজনীয় নথি এসে না পৌঁছনোয় আজও জেলে থাকতে হবে আরিয়ানকে। ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে চার গাড়ির কনভয় নিয়ে জেলের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায় শাহরুখ খানকে। এদিন বাংলো থেকে বেরনোর সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন কিং খান।
আরও পড়ুন - Mukul Rohatgi Profile: ছেলের জামিন মঞ্জুরের রায় শুনে কী করেছিলেন শাহরুখ-গৌরী? জানাচ্ছেন আরিয়ানের আইনজীবী
আরিয়ান খানকে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। আর শাহরুখ-পুত্রের জামিনে সই করেছেন কিং খানের অত্যন্ত ঘনিষ্ঠ এক বলিউড অভিনেত্রী। আইজীবী সতীশ মানশিন্ডে এদিন বলেন, 'শাহরুখ খানের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তিনিই আরিয়ানের জামিনদার হয়েছেন। জামিনের প্রয়োজনীয় নথিতে তিনিই সই করেছেন।' তিনি আরও বলেন, 'জামিনের জন্য আদালতের সমস্ত দরকারি কাজ শেষ হয়ে গিয়েছে। এবার প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি পাঠিয়ে দেওয়া হবে জেল কর্তৃপক্ষের কাছে। আরিয়ানের জামিনে মুক্তির আগে সেই সমস্ত কাগজপত্র খুবই দরকারি।'
আরও পড়ুন - Aryan Khan Bail: জামিন মঞ্জুর হওয়ার পর কী কী শর্ত মানতে হবে আরিয়ানকে?
জুহি চাওলার সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্বের সম্পর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরে তাঁরা বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এছাড়াও তাঁদের মধ্যে পারিবারিক বন্ধুত্বও রয়েছে। ফলে আরিয়ান খানের জামিনদার হিসেবে জুহি চাওলার সই করা খুবই স্বাভাবিক ঘটনা।
আজ নিয়ে দ্বিতীয়বার আর্থার রোড জেলে যেতে হল শাহরুখ খানকে। এর আগে গত ২১ অক্টোবর মাত্র ১০ মিনিটের জন্য আর্থার রোড জেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেলে থাকাকালীন আরিয়ান ভেঙে পড়ায় তাঁর সঙ্গে একবার দেখা করার অনুমতি পেয়েছিলেন কিং খান। পাশাপাশি গ্রেফতার থেকে জামিন মঞ্জুরের ঘোষণা পর্যন্ত উল্লেখযোগ্যভাবে নিরবতা বজায় রাখতে দেখা গিয়েছে বলিউড সুপারস্টারকে।
আরিয়ানের আইনজীবী মুকুল রোহতাগী ইতিমধ্যেই জানিয়েছেন যে, ছেলের জামিন মঞ্জুরের ঘোষণা শুনেই আনন্দে কেঁদে ফেলেন শাহরুখ খান। তারপরই তিনি তাঁর লিগাল টিমের সঙ্গে দেখা করেন। গত চার সপ্তাহ ধরে যাঁরা আরিয়ানের জন্য আদালতে লড়াই করে আসছিলেন, তাঁদের সঙ্গে দেখা করেন শাহরুখ।
গত ২ অক্টোবর আনন্দের সঙ্গে প্রমোদতরীর রেভ পার্টিতে গিয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী কর্ডেলিয়ায় প্যাসেঞ্জার সেজে হাজির ছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররাও। সেখানেই মাদককাণ্ডে তাঁকে আটক করে এনসিবি। আর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন আরিয়ান। সেই থেকে মন্নতের বাড়ি তাঁর জন্য অপেক্ষায় দিন গুনছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)