Aryan Khan: আরিয়ানের সঙ্গে ভিডিও কলে কথা শাহরুখ ও গৌরীর, সপ্তাহে ২ বার কথা বলার অনুমতি
আরিয়ান কেমন আছেন, কী করছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন শাহরুখ-গৌরি।
মুম্বই: মাদক মামলায় গ্রেফতারের বারো দিন পরে, শাহরুখ খানের ছেলে আরিয়ানকে জেল থেকে ফোন করে বাবা -মায়ের সঙ্গে ভিডিও কল করার অনুমতি দেওয়া হয়েছে। জেল সূত্রে জানা গেছে, "আরিয়ান তাঁর মা গৌরী খান এবং বাবা শাহরুখের সঙ্গে কথা বলেছে। পুলিশ সূত্রে বলা হয় এটি একেবারেই একটি ফরমাল ভিডিও কল ছিল। যেখানে আরিয়ান কেমন আছেন, কী করছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন শাহরুখ-গৌরি। রিপোর্ট অনুযায়ী, আরিয়ান এসআরকে এবং গৌরির সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেছেন।
অতিমারী আবহে গত বছর থেকে কারাগার কর্তৃপক্ষ পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের জন্য ভিডিও কল সুবিধা চালু করেছিল। ইতিমধ্যেই আরিয়ানকে আর্থার রোডের কারাগারের কোয়ারেন্টাইন সেল থেকে নিয়মিত ব্যারাকে স্থানান্তরিত করা হয়েছে। তবে এও জানা গিয়েছে যে নিরাপত্তার কারণে এবং জেলের অন্য বন্দিরা যাতে তাঁকে নিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ না করতে পারে সেই কারণে অন্যান্য বন্দিদের থেকে তাঁকে আলাদা ব্যারাকে রাখা হয়েছে।
অন্যদিকে, জেলের ক্যান্টিনে আরিয়ানের খাওয়া খরচ বাবদ মন্নত থেকে এসেছে সাড়ে ৪ হাজার টাকার মানি অর্ডার। সাধারণ বন্দিদের জন্য প্রতি মাসে এই টাকাটাই বরাদ্দ করা হয়। বন্দিদের বাড়ি থেকে মানি অর্ডার করে পাঠানো হয় টাকা। এই টাকা ব্যবহার করে জেল ক্যান্টিন থেকে স্ন্যাকস, জুস এবং অন্যান্য খাদ্য সামগ্রী কিনতে পারবেন।
শুক্রবার থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান। শুক্রবার আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অ্যান্টি ড্রাগ এজেন্সি আরিয়ানকে শুক্রবার পর্যন্ত কাস্টডিতে রাখতে চেয়ে আদালতের কাছে আবেদন জানায়। আদালত এনসিবিকে বুধবার সকাল পর্যন্ত সময় দিয়েছিল। সেই শুনানিও পিছিয়ে হবে বৃহস্পতিবার।
২০ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানের জামিনের আবেদনের রায় স্থগিত রেখেছে আদালত। ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে জেলেই শাহরুখ পুত্র আরিয়ান খান। বুধবার জামিনের আবেদন এর শুনানি ছিল। কিন্তু গতকাল খারিজ হয়ে যায় সেই আবেদন। ফলে রাতেও জেলেই কেটেছে আরিয়ানের। আজ আবেদন খারিজ হওয়ার পর ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে শাহরুখ পুত্রকে।