Asha Parekh Dada Saheb Phalke: চলচ্চিত্র জগতে অবদানের জন্য 'দাদাসাহেব ফালকে পুরস্কার'-এ সম্মানিত করা হবে আশা পারেখকে
Asha Parekh: ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আশা পারেখ অভিনেত্রী 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর চেয়ারপার্সনের পদে ছিলেন। তিনিই প্রথম মহিলা হিসেবে ওই পদে বসেছিলেন।
নয়াদিল্লি: বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখকে (Asha Parekh) ভূষিত করা হবে 'দাদাসাহেব ফালকে পুরস্কার'-এ (Dadasaheb Phalke Award)। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য এই সম্মান প্রদান করা হবে। ভারতীয় সিনে দুনিয়ায় সর্বোচ্চ সম্মান 'দাদাসাহেব ফালকে পুরস্কার'। ভারতীয় সিনেমার উন্নতির ক্ষেত্রে ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের এই সম্মানে ভূষিত করা হয়।
আশা পারেখকে 'দাদাসাহেব ফালকে পুরস্কার' সম্মান
১৯৫২ সালে মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় যাত্রা শুরু করেন আশা পারেখ। ছবির নাম 'মা'। এরপর ১৯৫৯ সালে শম্মি কপূরের বিপরীতে 'দিল দেকে দেখো' ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবিতেই কেল্লাফতে। রাতারাতি সকলের প্রিয় তারকা হয়ে ওঠেন তিনি। এরপর থেকে একের পর এক দুর্দান্ত পারফর্ম্যান্সে মন জয় করেছেন সকলের, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একাধিক বাণিজ্যিকভাবে সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
১৯৬০ ও ১৯৭০-এর দশকে আশা পারেখ কেবল একজন সফল অভিনেত্রী ছিলেন তাইই নয়, বরং সেই সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীও ছিলেন।
সংবাদ সংস্থা এএনআই-এর ট্যুইট অনুযায়ী, চলতি বছরে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ অভিনেত্রীকে বিশেষ সম্মান জানানোর। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় একজন সফল অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক হিসেবে আশা পারেখের অবদানের জন্য তাঁকে 'দাদাসাহেব ফালকে পুরস্কার'-এ সম্মানিত করা হবে।
Dadasaheb Phalke Award to be given to veteran actress Asha Parekh this year
— ANI (@ANI) September 27, 2022
(File Pic) pic.twitter.com/lGj5Kl92Oa
এযাবৎ একাধিক সম্মান ও গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত আশা পারেখ ১৯৯২ সালে 'পদ্মশ্রী' সম্মানও পেয়েছেন। কেরিয়ারের প্রথম দিকে, আশা পারেখকে গ্ল্যামারাস নায়িকা ও দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবেই দেখা গেছে 'জব পেয়ার কিসি সে হোতা হ্যায়', 'ফির ওহি দিল লায়া হুঁ', 'বাহারোঁ কে সপনে', 'পেয়ার কা মৌসম'-এর মতো ছবিতে।
এরপর 'দো বহেন', 'চিরাগ', 'ম্যায় তুলসী তেরে আঙ্গন কি'র মতো ট্র্যাজেডি ঘরানার ছবিতে তাঁর অভিনয় শৈলী ফুটিয়ে তোলেন আরও বেশিভাবে। দর্শকের নজরে আসেন আরও বেশি। ১৯৭০ সালের রাজেশ খন্না অভিনীত 'কটি পতঙ্গ' ছবি তাঁর জীবনের অন্যতম সেরা অভিনয় এবং এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে তিনি 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড'ও পেয়েছিলেন।
তবে শুধু ছবিতেই নয়, টেলিভিশন পরিচালনা ও প্রযোজনাতেও একই সাফল্যের সঙ্গে কাজ করেছেন আশা পারেখ। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এই প্রবীণ অভিনেত্রী 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর চেয়ারপার্সনের পদে ছিলেন। তিনিই প্রথম মহিলা হিসেবে ওই পদে বসেছিলেন।
আরও পড়ুন: Bigg Boss 16: রহস্য, উত্তেজনার মিশেল, শুরু হচ্ছে ‘বিগ বস’, তিন প্রতিযোগীকে নিয়ে জোর জল্পনা