Asin on Salman Khan: একসঙ্গে সিনেমা করেছেন, সলমন খানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল আসিনের?
Asin on Ready Star Salman Khan: আসিন জানিয়েছিলেন, সলমন প্রচন্ড আকর্ষণীয়, কিন্তু তিনি তাঁকে কখনও প্রেমিকের চোখে দেখেননি

কলকাতা: বলিউড থেকে কার্যত বিদায় নিয়েছেন তিনি। আমির খান (Amir Khan), সলমন খানের (Salman Khan)-এই নায়িকা যে এমন করে হারিয়ে যাবেন, তা বোধহয় ভাবতে পারেননি কেউই। তবে দীর্ঘদিন হল, বলিউডে আর দেখা যায় না তাঁকে। তিনি আসিন (Asin)। খোদ গুগলই যাঁর নামের পাশে জুড়ে দিয়েছে 'প্রাক্তন' শব্দটি, তিনি যে আর অভিনয়ে ফিরবেন, এই প্রত্যাশাও করেন না আর কেউ। তবুও মানুষের তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই। আসিন কেমন আছেন, একসময়ে তাঁর কেমন সম্পর্ক ছিল বলিউড তারকাদের সঙ্গে, তা জানতে চান সবাই। আর কিছু বছর আগে, একটি টক শো-তে এসে সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন আসিন। সলমনের সঙ্গে তিনি 'রেডি' নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। সেই সময়ে অভিনেতার সঙ্গে কেমন সম্পর্ক ছিল তাঁর?
আসিন জানিয়েছিলেন, সলমন প্রচন্ড আকর্ষণীয়, কিন্তু তিনি তাঁকে কখনও প্রেমিকের চোখে দেখেননি। অর্থাৎ, সলমন খানের মতো সুপারস্টারকে কাছে পাওয়ার কখনও কোনও চাহিদা তৈরি হয়নি তাঁর মধ্যে। তাঁর ও সলমনের মধ্যে একটা সম্মানের সম্পর্ক ছিল বলেই জানিয়েছিলেন আসিন। একে অপরকে যথেষ্ট সম্মান করতে তাঁরা। সেই চোখেই দেখতেন একে অপরকে। আসিন সবসময়েই একটি সীমা বজায় রেখে চলেছেন সলমনের সঙ্গে। তাঁদের মধ্যে যে গভীর বন্ধুত্ব ছিল এমন নয়, যেটা ছিল তা হল সম্মান। টক শো-তে এই কথাই জানিয়েছিলেন আসিন।
প্রসঙ্গত, আসিন একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর হিট ছবিত তালিকাও লম্বা। বলিউডে আসিন পা রাখেন আমির খানের বিপরীতে। 'গজনি' ছবিটির হাত ধরে। এই ছবিতে আসিনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এরপরে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকাদের তালিকায় চলে আসেন আসিন। সলমন খানের সঙ্গে সিনেমাও করেন তিনি। তবে দীর্ঘদিন বলিউডে সিনেমা করেননি আসিন। বিয়ের পরে হঠাৎ তিনি অভিনয়ের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন। ২০১৫ সালে 'অল ইজ ওয়েল' ছবিতে শেষবারের মতো বলিউডে কাজ করেছিলেন আসিন। বর্তমানে তিনি নিজের জীবন নিয়েই ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতেও ততটা সক্রিয় নন আসিন। অনেকেই মনে করেন, অভিনয় থেকে সরে যাওয়া তাঁর নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।
আরও পড়ুন: Abhishek Bachchan: ব্যক্তিগত জীবন নিয়ে অবশেষে মুখ খুলতে চান অভিষেক বচ্চন? পোস্ট দেখে অবাক সবাই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
