Abhishek Bachchan: ব্যক্তিগত জীবন নিয়ে অবশেষে মুখ খুলতে চান অভিষেক বচ্চন? পোস্ট দেখে অবাক সবাই
Abhishek Bachchan News: যিনি বেশিরভাগ সময়েই চুপ করে থাকেন, তিনি নাকি কথা বলতে চাইছেন! ছবিটা ভাল করে দেখলেই ভুল ভাঙে
কলকাতা: ব্যক্তিগত জীবনে ঝড়.. আর এবার কি তাই নিয়েই মুখ খোলার সিদ্ধান্ত নিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)? তাঁর ও ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwariya Rai Bachchan)-এর বৈবাহিক সম্পর্ক নিয়ে যে এত কথা, এত ঝড়.. এবার কি সেই বিষয়েই মুখ খুলতে চান অভিষেক? শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের লেখা দেখেই অনেকে এমনটাই ভেবেছিলেন। কী ছিল সেখানে? অভিষেক বচ্চনের একটি ছবি দিয়ে লেখা ছিল, 'আই ওয়ান্ট টু টক', যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমি কথা বলতে চাই'।
কী কথা? যিনি বেশিরভাগ সময়েই চুপ করে থাকেন, তিনি নাকি কথা বলতে চাইছেন! ছবিটা ভাল করে দেখলেই ভুল ভাঙে। বাস্তব নয়, এ হল সুজিত সরকারের আগামী ছবির পোস্টার যার মুখ্যভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। 'গুরু' ছবির পরে ফের এই ছবিটির জন্য বেশ কিছুটা ওজন বাড়িয়েছেন অভিষেক। সেটা স্পষ্ট তাঁর এই ছবির লুকেই। খালি গায়ে একটি থ্রি কোয়ার্টার প্যান্ট ও হাউস কোট পরে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক। স্পষ্ট তাঁর ভুঁড়ি। শরীরে কাটার দাগ, সেলাইয়ের দাগ। বাম হাতেও জড়ানো ব্যান্ডেজ। চোখে চশমা.. দৃষ্টি একদিকে নিবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে অভিষেক লিখেছেন, 'বলার তো অনেক কথাই রয়েছে। কিন্তু একটা ছবি অনেক কথাই বলে দেয়।'
এই ছবিটি মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর। সুজিত সরকারের এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে অভিষেককে এমনটাই মনে করছেন দর্শকেরা। তাঁর লুকেও রয়েছে চমক। এই ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন রীতেশ শাহ। প্রযোজনায় বনি লাহিড়ী, শীল কুমার। দীর্ঘদিন পরে পর্দায় দেখা যাবে অভিষেককে তাও একেবারে অন্যরকম চরিত্রে। তাই তাঁকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।
অন্যদিকে শোনা যাচ্ছে ব্যক্তিগত জীবনেও কিছু সমস্যার মধ্যে রয়েছেন অভিষেক। তবে তা নিয়ে মুখ খুলতে চান না তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Sai Pallavi: ভারতীয় সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য! ফের বিতর্কে সাই পল্লবী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।