Avneet Kaur: ঐশ্বর্য্য-কিয়ারাকে পিছনে ফেলে কানের রেড কার্পেটে প্রশংসিত অভনীত! কী এমন করলেন?
Avneet Kaur at 2024 Cannes Film Festival: এই প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন অভনীত। একটি নেভি-ব্লু, শিমারি গাউন পরেছিলেন তিনি। গাউনের লম্বা টেল ঝলমল করছিল
![Avneet Kaur: ঐশ্বর্য্য-কিয়ারাকে পিছনে ফেলে কানের রেড কার্পেটে প্রশংসিত অভনীত! কী এমন করলেন? Avneet Kaur praised for her Indian gesture 2024 Cannes Film Festival Entertainment News Avneet Kaur: ঐশ্বর্য্য-কিয়ারাকে পিছনে ফেলে কানের রেড কার্পেটে প্রশংসিত অভনীত! কী এমন করলেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/26/56f7eed1530ea30212cd37052471a03e171674401320049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: চর্চায় কান চলচ্চিত্র উৎসব (2024 Cannes Film Festival)। ৭৭তম কানের রেড কার্পেটে এই প্রথম পা রাখলেন তিনি। অভনীত কৌর (Avneet Kaur)। আর প্রথমবার সেখানে পা রেখেই, নজর কাড়লেন তিনি। প্রশংসিত হলেন নেটদুনিয়াতেও। এমন কী বিশেষ কাজ করলেন এই অভিনেত্রী যে ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), কিয়ারা আডবাণীদের (Kiara Advani) ফেলে, নজর পড়ল তাঁর দিকে?
এই প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন অভনীত। একটি নেভি-ব্লু, শিমারি গাউন পরেছিলেন তিনি। গাউনের লম্বা টেল ঝলমল করছিল। মাথার চুল সাইড পার্টিং করে বান করে বেঁধে নিয়েছিলেন অভনীত। তাঁর হীরের দুল আর শিমারি মেক-আপ নজর কাড়ছিল সবারই। তবে এদিন মঞ্চে নজর কেড়েছিল অভনীতের ব্যবহার। তিনি এদিন রেড কার্পেটে পা রাখার পরেই হাত দিয়ে কার্পেট ছুঁয়ে কপালে ঠেকিয়ে প্রণাম করেন। বলেন, 'স্বপ্নপূরণ হল'
ভারতীয় সংস্কৃতির মধ্যে প্রথা রয়েছে। অনেক সময় অনেক কৃতি মানুষ মঞ্চে পুরস্কার নিতে ওঠার সময়ও মঞ্চ ছুঁয়ে প্রণাম করেন। এই প্রথার অর্থ যে মঞ্চে বা যে জায়গায় হাঁটার সুযোগ হয়েছে, তাকে সম্মান জানানো। সেই প্রথা মেনেই, স্বপ্নপূরণের মঞ্চকে প্রণাম করেন অভনীত। আর এই ব্যবহারই নজর কেড়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, 'অভনীত নিজের সংস্কৃতিকে মনে রেখেছে'। আরেকজন লিখেছে, 'অভনীতকে কেউ থামাতে পারবে না আর'। অনেকে আবার প্রশংসা করেছেন অভনীতের অভিনব পোশাক ও স্টাইল স্টেটমেন্টেরও।
প্রসঙ্গত, এই বছর কানের রেড কার্পেটে চর্চায় ছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চনও। তাঁর হাতে চোট লেগেছিল। প্লাস্টার নিয়ে কানের রেড কার্পেটে হাঁটার রীতি বজায় রাখেন তিনি। সেইদিক থেকে প্রশংসিত হলেও নেটিজেনদের একেবারেই পছন্দ হয়নি তাঁর পোশাক। দুদিনের পোশাকের জন্যই তীক্ষ কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। অন্যদিকে মন্তব্য রাখতে গিয়ে ইংরাজি উচ্চারণের জন্য কটাক্ষের মুখে পড়েছিলেন কিয়ারা আডবাণীও।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)