Ayesha Bhattacharya: প্রেম করতে পারেননি, এই অভ্যাসের জন্যই এখনও প্রেমিক খুঁজে পেলেন না আয়েশা!
Didi No One: সোশ্যাল মিডিয়ায় মজার এই এপিসোডের একটি ক্লিপিং শেয়ার করে নেওয়া হয়েছে। যেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় আয়েশার বান্ধবীকে প্রশ্ন করেন, আয়েশার প্রেমিক কেমন আছে?
কলকাতা: কেবল বাংলা নয়, হিন্দি ধারাবাহিকেও কাজ করে এসেছেন তিনি। অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য্য (Ayesha Bhattacharya)। বর্তমানে, বাংলা ধারাবাহিক 'আলোর কোলে'-তে খলচরিত্রে অভিনয় করছেন আয়েশা। তবে খলচরিত্র হলেও, অভিনেত্রী কিন্তু বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় প্রায় রোজই বিভিন্ন রিল বা ব্লগ আপলোড করেন তিনি। বেশিরভাগই মজার। সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। তবে ব্যক্তিগত জীবনে তিনি কেমন? সদ্য জনপ্রিয় শো 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)-এ এসেছিলেন আয়েশা। সঙ্গে তাঁর ছোটবেলার বান্ধবী তৃষা। আর সেই মঞ্চেই, মজার ছলে ফাঁস হয়ে গেল আয়েশার প্রেমজীবন?
সোশ্যাল মিডিয়ায় মজার এই এপিসোডের একটি ক্লিপিং শেয়ার করে নেওয়া হয়েছে। যেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) আয়েশার বান্ধবীকে প্রশ্ন করেন, আয়েশার প্রেমিক কেমন আছে? উত্তরে সবার প্রথমে খোদ আয়েশাই বলে ওঠেন, 'প্রেমিক! সেটা আবার কি'! এরপরে, অভিনেত্রীর বান্ধবী তৃষা বলেন, 'আমারও মাঝে মাঝে সন্দেহ হয়, তবে আয়েশা ভয়ঙ্কর মেয়ে। ও বিশ্বসুদ্ধ সবাইকে নিজের দাদা বানিয়ে রেখেছে। আমার এক দাদা রয়েছে। আমি মনে মনে ভাবতাম, ইস.. ওর সঙ্গে আয়েশার বিয়ে হয় যদি! আমি তাহলে আয়েশা তুই থেকে, বৌদি তুমি করে ডাকব। তারপরে হঠাৎ একদিন সেই দাদা আমায় এসে বললেন, আয়েশা নাকি ওকে রাখিতে নিমন্ত্রণ করেছে। ব্যাস আমার স্বপ্ন ভেঙে চুরমার।' এই কথায় হেসে ওঠেন রচনা সহ মঞ্চের সকলেই।
এখানেই শেষ নয়, বান্ধবী তৃষা আয়েশার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ করেন। আয়েশা সোশ্যাল মিডিয়ায় যত ভ্লগ আপলোড করেন, তার সবকটারই ক্যামেরার পিছনে থাকেন তৃষা। তবে এর বিনিময়ে টাকা কেন, আয়েশা নাকি তাকে একটি টফিও দেন না। এই কথাতেও হাসির রোল ওঠে চারিদিকে। তবে এই এপিসোডেই 'পুষ্পা' ছবির বিখ্যাত গান 'স্বামী'-র সঙ্গে তাল মিলিয়ে মনজয় করে নেন আয়েশা।
View this post on Instagram
আরও পড়ুন: Sunidhi Chauhan: মঞ্চে সুনিধি গান গাইছিলেন, হঠাৎ তাঁকে বোতল ছুঁড়ে মারলেন এক অনুরাগী! তারপর?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।