Folk Music: 'বাবা তোমার দরবারে...', গোলাম ফকিরের কণ্ঠে জনপ্রিয় লোকগীতি এবার মিউজিক ভিডিওর মোড়কে
New Music Video: 'বাবা তোমার দরবারে সব পাগলের খেলা' সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় বাংলা লোকগানগুলির অন্যতম। গানটি রচনা করেছেন আব্দুর রশিদ সরকার এবং সুর করেছেন গোলাম মণ্ডল বা গোলাম ফকির।
কলকাতা: 'বাবা তোমার দরবারে সব পাগলের খেলা...', (Baba Tomar Dorbare Sob Pagoler Khela) যাঁরা লোকগীতি (Folk Song) শুনতে পছন্দ করেন, তাঁদের খুব চেনা গান। এবার সেই গানকেই চিত্রায়ণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবেশন করলেন পরিচালক সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। আব্দুর রশিদ সরকারের (Abdur Rasid Sarkar) লেখা এই গানে কণ্ঠ শোনা যায় গোলাম ফকিরের (Golam Fakir)। তাঁকেই দেখা গেল এই ভিডিওতেও।
মিউজিক ভিডিওয় এবার 'বাবা তোমার দরবারে সব পাগলের খেলা...'
এই জগৎমণ্ডলে মানুষ অতি ক্ষুদ্র জীব। একজন সবসময় আমাদের দিকে তাকিয়ে আছেন। পর্যবেক্ষণ করছেন। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে আমাদের জীবন অতিবাহিত হয়ে চলেছে। আমাদের জীবনযাত্রায় রয়েছে ভিন্ন ধরনের জীবিকা ও পেশা। রয়েছে আজব কীর্তিকলাপও। এই 'আজব'-এর দুনিয়ায় কতই রঙ্গ দেখেছেন ফকিররা। তাঁদের চোখে সবকিছুই যেন এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিকে গান ও চিত্রায়ণের সঙ্গে তুলে ধরেছেন গোলাম ফকিরের সৃষ্টি 'বাবা তোমার দরবারে সব পাগলের খেলা'।
'বাবা তোমার দরবারে সব পাগলের খেলা' সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় বাংলা লোকগানগুলির অন্যতম। গানটি রচনা করেছেন আব্দুর রশিদ সরকার এবং সুর করেছেন গোলাম মণ্ডল বা গোলাম ফকির। আব্দুর রশিদ সরকার তাঁর খুব ঘনিষ্ঠ শিষ্যদের নিয়ে বা বলা ভাল তাঁর 'দরবার' (আধ্যাত্মিক বৃত্ত)-এর 'পাগল'দের নিয়ে এই গানটি লিখেছেন, যা পরবর্তীতে তাঁর একজন শিষ্য, গোলাম মণ্ডল বা গোলাম ফকিরের সুর ও কণ্ঠের জাদুতে জনপ্রিয়তা লাভ করে। গত ৫-৬ বছরে এই গানের অসংখ্য সংস্করণ প্রকাশিত হওয়া সত্ত্বেও, মূল গায়ক এবং সুরকার, গোলাম ফকির, জনসাধারণের কাছে অনেকটাই অজানা রয়ে গেছেন। তাঁকে সমর্থন করে, গানের আসল সংস্করণটিকে সমর্থন করেই এই ভিডিও তৈরির উদ্যোগ।
এই মিউজিক ভিডিও প্রসঙ্গে গোলাম ফকির বলেছেন, 'গানটি এতটা প্রচার লাভ করবে এবং জনে জনে সকলেই গেয়ে উঠবে, তা কখনও ভাবতে পারিনি। আমরা নিমিত্ত মাত্র, বাবার নাম প্রচারের দায়িত্বে এসেছি এই পৃথিবীর বুকে। সেই কবে এই গানটির সুর করেছিলাম! সুর দিয়ে অবশ্য সুনামের আশায় ঘুরিনি। কিন্তু, 'বেঙ্গল পিকচার্স'-এর সাত্যকি, সুরজিৎ, রূপম, অর্পণ এবং আরও অনেকে দায়িত্ব নিয়ে আমার পরিচয় তুলে ধরতে সাহায্য করল। আব্দুর রশিদ সরকার যদি থাকতেন আজ, জানি না কতটা এই আবেগকে ধরে রাখতে পারতেন। মানুষ আমাদের কাছে আরও আসবে, আসবে আমাদের এই জলঙ্গী গ্রামে। তবে আমি নিশ্চিত, আগামী দিনে মানুষ লোকসঙ্গীত বলতে বয়স্ক বাউল কিংবা ফকিরদের কথা শুধু মনে করবে না। আজ এই গান যেমন ঘরে ঘরে প্রচলিত, নতুন প্রজন্ম আমাদের এই সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।'
আরও পড়ুন: 100 Days of 'Pradhan': প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার ১০০ দিন! কেক কেটে উৎসবে পালন দেবের 'প্রধান' সাফল্য
ইতিমধ্যেই 'বেঙ্গল পিকচার্স'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।