Thakurnagar News: বারুণী মেলা উপলক্ষে ঠাকুরনগরের মতুয়াবাড়ির দুই যুযুধান পক্ষ এখন মিলেমিশে একাকার
ABP Ananda LIVE: বিরোধ ভুলে ঠাকুরনগরের মতুয়াবাড়ির দুই যুযুধান পক্ষ এখন মিলেমিশে একাকার। উপলক্ষ বারুণী মেলা। ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা ঘিরে বারবার সংঘাত তৈরি হয়েছে মতুয়াবাড়ির অন্দরেই। এবার দ্বন্দ্ব ভুলে একযোগে মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর । গতকাল তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে।
চিনার পার্কে আসল কেন্দ্রীয় বাহিনীর নকল আয়কর অভিযানে টাকা-গয়না নিয়ে পালানোর অভিযোগ। ঘটনায় ধৃত ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ ৫ CISF জওয়ান সাসপেন্ড। অফিসার-সহ ৫ CISF জওয়ানের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ধৃত CISF ইনস্পেক্টর অমিতকুমার সিংয়ের পোস্টিং ছিল ফরাক্কা ব্যারাজে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগকারিণীর সৎ মা আরতি সিং-কেও গ্রেফতার করেছে পুলিশ। আরতির সঙ্গে CISF-এর যোগসূত্র কী? লুঠের মাস্টারমাইন্ড কে? কীভাবে গোটা পরিকল্পনা? ধৃতদের জেরা করে এসব তথ্য পেতে চাইছে পুলিশ




















