Badhone Bandhibo: কথা রাখলেন শিবপ্রসাদ, 'বাবা, বেবি, ও'-র 'বাঁধনে বাঁধিব'-র সুরে প্লেব্যাকে পা রাখলেন সঞ্চারী
কথা রাখলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গানের অনুষ্ঠানে গিয়ে কথা গিয়েছিলেন, কোনও একজন প্রতিযোগী সুযোগ পাবেন তাঁর ছবিতে প্লেব্যাক করার।
কলকাতা: কথা রাখলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গানের অনুষ্ঠানে গিয়ে কথা গিয়েছিলেন, কোনও একজন প্রতিযোগী সুযোগ পাবেন তাঁর ছবিতে প্লেব্যাক করার। সেই কথা মতো, 'বাবা, বেবি ও' -তে শোনা গেল 'সুপার সিঙ্গার' -এর বিজেতা সঞ্চারী সেনগুপ্তের (Sanchari Sengupta) গলা। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে তিনি গাইলেন, 'বাঁধনে বাঁধিব'। গানের সুরকার অমিত ঈশান, কলমে, অমিত চট্টোপাধ্যায়।
সদ্য মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত 'বাবা, বেবি ও' ("Baba, Baby, O...")-র ট্রেলার। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও সোলাঙ্কি রায় (Solanki Roy)। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন সোলাঙ্কি। গল্পের শুরু হয় যীশু ওরফে মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় ও তাঁর দুই সন্তানকে নিয়ে। সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের বাবা মেঘ। কিন্তু বিয়ে করবেন না তিনি। 'সিঙ্গল ফাদার' মেঘ যখন দুই একরত্তিদের সামলাতে হিমশিম, তখন তাঁর আলাপ হয় বৃষ্টির সঙ্গে। বছর ৪০-এর মেঘ প্রেমে পড়ে ২০-র যুবতীর। অথচ বৃষ্টির জীবনে রয়েছে অন্য মানুষ! মেঘ কী পাবে তাঁর বৃষ্টিকে? উত্তর জানতে গেলে দেখতে হবে 'বাবা, বেবি, ও'।
আরও পড়ুন: হাতে হাতকড়া, প্রকাশ্যে 'লক আপ'-এর সঞ্চালিকা কঙ্গনা রানাউতের প্রথম লুক
কেবল যীশু বা সোলাঙ্কি নয়, ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak
Banerjee), রেশমী সেন (Reshmi Sen), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), রজত গঙ্গোপাধ্যায়রা (Rajat Ganguly)। ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে এই ছবির হাত ধরেই প্রথমবার প্লেব্যাক করলেন সঞ্চারী। কেমন অভিজ্ঞতা হয়েছে তাঁর? সঞ্চারী বলছেন, 'এটা আমার কাছে গোটা জীবনের মত একটা অভিজ্ঞতা। শোভনদা যখন আমায় ফোন করে এই কাজের কথা বলেছিলেন, আমার মনে হয়েছিল আমার মত সৌভাগ্য আর কারও নেই। আমি প্রথমে নিজের কানকে বিশ্বাসই করতে পারিনি। আমার সবচেয়ে ভালো লেগেছে কারণ আমি যীশুদার ছবিতে গান গেয়েছি। আমাদের শো সুপার সিঙ্গারের সঞ্চালক ছিলেন যীশুদা।'