Bappi Lahiri Demise: বিশ্বের সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল : জয়া প্রদা
বাপি লাহিড়ির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের মানুষ।অগণিত অনুরাগীদের মন ভারাক্রান্ত। নেট মাধ্যমে সাধারণ নেট নাগরিক থেকে তারকারা শোকজ্ঞাপন করছেন। বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী জয়া প্রদা
মুম্বই: গতকাল প্রায় মধ্যরাতে প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি (Bapi Lahiri)। গত এক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। বিশিষ্ট চিকিতসকদের তত্বাবধানে ছিলেন তিনি। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি (Bapi Lahiri Passes Away)।
বাপি লাহিড়ির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের মানুষ। তাঁর অগণিত অনুরাগীদের মন ভারাক্রান্ত। নেট মাধ্যমে সাধারণ নেট নাগরিক থেকে তারকারা শোকজ্ঞাপন করছেন। বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী জয়া প্রদা (Jaya Prada)। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি বাপি লাহিড়ির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'সারা বিশ্বের সঙ্গীত সগতের অপূরণীয় ক্ষতি হল। খুব মিস করব আপনাকে। ওম শান্তি।' প্রসঙ্গত, জয়া প্রদা অভিনীত বহু ছবিতে তাঁর সুরেই অভিনেত্রীকে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে। জয়া প্রদার 'হিম্মতওয়ালা', 'তোফা', 'শরাবি' এবং আরও অনেক ছবিতে সুর দিয়েছেন বাপি লাহিড়ি। তাঁর সৃষ্টি করা চিরস্মরণীয় গান 'গোরি তেরে অঙ্গ অঙ্গ মে', 'ইনতেহা হো গয়ি ইনতেজার কি', 'তোফা তোফা', 'মলজিলে আপনি জাগা হ্যায়', 'দে দে পেয়ার দে', 'গোরি হ্যায় কলাইয়া', 'মুঝে নওলক্ষা মাঙ্গওয়া দে রে' এমন বহু গানে দেখা গিয়েছে জয়া প্রদাকে। আর এই সমস্ত কালজয়ী গান তৈরি করেছেন সকলের প্রিয় বাপি দা। তাই আজ কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রয়াণে আবেগপ্রবণ অভিনেত্রী।
আরও পড়ুন - Bappi Lahiri Demise: 'মিস করছি তোমায় খুব দাদু', আবেগপ্রবণ বাপি লাহিড়ির নাতি
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু জনেই ছিলেন সঙ্গীত শিল্পী। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমারের আত্মীয় বাপি ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য।