(Source: ECI/ABP News/ABP Majha)
'Bastar: The Naxal Story': মুক্তির বাকি ৪ দিন! 'A' ছাড়পত্র পেল 'বাস্তার: দ্য নকশাল স্টোরি', আর কী কী বদল?
Adah Sharma Movie: ছবিতে আইপিএস নীরজা মাধবনের চিত্রায়ন, অভিনেত্রী আদাহ্ শর্মার দ্বারা নিঁখুতভাবে এবং আন্তরিকতার সঙ্গে যা চিত্রিত হয়েছে। ট্রেলার বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে।
নয়াদিল্লি: বিপুল অম্রুতলাল শাহ (Vipul Amrutlal Shah) প্রযোজিত ও সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'বাস্তার: দ্য নকশাল স্টোরি' (Bastar: The Naxal Story) মুক্তির অপেক্ষায়। সেন্সর বোর্ড (Censor Board) থেকে পেল 'A' ছাড়পত্র। এই ছবি মূলত নকশাল পর্বের সত্য ঘটনা তুলে ধরবে পর্দায়, দাবি নির্মাতাদের।
মুক্তির অপেক্ষায় 'বাস্তার', A ছাড়পত্র পেল সেন্সর বোর্ডের তরফে
১২৪ মিনিট দীর্ঘ 'বাস্তার: দ্য নকশাল স্টোরি' ছবিতে রয়েছে একাধিক কুকথা, যার মধ্যে বেশ কিছু 'অশ্রাব্য ভাষা' মিউট করে দেওয়া হবে। এছাড়া এন্ড ক্রেডিটসের ক্ষেত্রে, অর্থাৎ সিনেমার শেষে যে নাম দেখানো হয় সেই লেখার ফন্ট সাইজ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য সুদীপ্ত সেনের এই পূর্ববর্তী ছবিও 'A' সার্টিফিকেট পেয়েছিল তবে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছিল।
প্রযোজক বিপুল শাহ, সর্বভারতীয় ডিস্ট্রিবিউটরদের নিয়ে একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন যেখানে তাঁরা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। নির্মাতাদের বিচক্ষণতা এবং আদর্শ সম্পর্কিত ডিসক্লেমারে একটি ভয়েস-ওভার অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। সুদীপ্ত সেনের আগের ছবি 'দ্য কেরালা স্টোরি'তে ১০টা কাটের কথা বলা হয়েছিল, যদিও 'বাস্তার'-এ মাত্র ১৩ মিনিট কাট করা হয়েছে।
প্রকাশ্যে 'বাস্তার: দ্য নকশাল স্টোরি'র ট্রেলার
সুদীপ্ত সেনের পরিচালনায়, মুখ্য চরিত্রে আদাহ্ শর্মার অভিনয়ে মুক্তিপ্রাপ্ত 'দ্য কেরালা স্টোরি' প্রবল বিতর্কের সৃষ্টি করেছিল। তবে সেই সঙ্গে বিপুল সাফল্যও লাভ করে এই ছবি। এবার সেই সাফল্যের ধারা বজায় রেখে ওই একই জুটি আনতে চলেছে নতুন ছবি 'বাস্তার: দ্য নকশাল স্টোরি'। ফের দুঃসাহসিক এক গল্প পর্দায় বলার প্রচেষ্টা।
ট্রেলারটি সেই সমস্ত মুহূর্তগুলির একটি কোলাজ তৈরি করে যখন নকশালদের 'নৃশংস' সময়কাল চলছিল, তাদের ক্রিয়াকলাপ, সিআরপিএফ জওয়ানদের বিদ্রোহের শিকার হওয়ার বীভৎস দৃশ্য দেখা যায়। জওয়ানদের মৃত্যু উদযাপন করার অভিযোগে জেএনইউ ছাত্রদের বিতর্কিত অধ্যায়ের অনুসন্ধান করে এবং মানবিক নৃশংসতার হাড়হিম করা দৃশ্য দেখায়। এর মধ্যে সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা এবং নিষ্পাপ শিশুদের সহিংসতার শিকার হওয়া সবই রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিশানা করা এবং নিরপরাধ বেসামরিক মানুষদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার মতো দৃশ্যও রয়েছে ট্রেলারে যা নিঃসন্দেহে উৎসাহী দর্শককে আরও উদ্দীপিত করবে।
ট্রেলারের একটি অসাধারণ দিক হল আইপিএস নীরজা মাধবনের চিত্রায়ন, অভিনেত্রী আদাহ্ শর্মার দ্বারা নিঁখুতভাবে এবং আন্তরিকতার সঙ্গে যা চিত্রিত করা হয়েছে। বিপুল অম্রুতলাল শাহের 'সানশাইন পিকচার্স'-এর প্রযোজনায় ও আশিন এ শাহের সহ-প্রযোজনায় এই ছবি তৈরি হয়েছে। 'বাস্তার: দ্য নকশাল স্টোরি' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২০২৪ সালের ১৫ মার্চ। 'দ্য কেরালা স্টোরি'র মতো এই ছবিও বক্স অফিস কাঁপাতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।