Sidharth Malhotra: 'শেরশাহ' ছবিতে কাজের সুযোগ স্বপ্ন সত্যি হওয়ার মতো, জানালেন সিদ্ধার্থ
'শেরশাহ' মুক্তি পাওয়ার আগেই ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। এই ছবিতে অভিনয় করা তাঁর জন্য স্বপ্ন সত্যি হওয়ার সমান।
মুম্বই: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে ওয়ার ড্রামা 'শেরশাহ'। ছবির কাস্ট তো এতদিনে সকলেই জেনে গিয়েছেন। তবে মুক্তি পাওয়ার আগেই এবার ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। এই ছবিতে অভিনয় করা তাঁর জন্য স্বপ্ন সত্যি হওয়ার সমান। ছবির এক বিহাইন্ড দ্য সিন ভিডিওতে জানিয়েছেন সিদ্ধার্থ। বলেছেন, 'আমার কাছে শেরশাহ হওয়া যেন স্বপ্ন সত্যি হওয়া মুহূর্ত। আমার মনে হয়, আমরা সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হই, তা হল ভয় এবং ক্যাপ্টেন বিক্রম বাত্রা সেই বাধাই বেশ স্টাইল ও আত্মবিশ্বাসের সঙ্গে ভেঙে বলেছে 'ইয়ে দিল মাঙ্গে মোর, স্যর'।' ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে।
বিষ্ণু বর্ধনের পরিচালনায় 'শেরশাহ' ছবিটি তৈরি হয়েছে পরমবীর চক্র সম্মান প্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের উপর নির্ভর করে। ১৯৯৯ সালের কার্গিলের যুদ্ধে পাকিস্তান অধিকৃত ভারতের বিভিন্ন অংশ উদ্ধারে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি। ছবির জন্য বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন সিদ্ধার্থ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ট্রেনিংয়ের বিভিন্ন সময়ে ভিডিও ক্লিপ শেয়ার করেছেন তিনি। অভিনেতার মতে, এ যাবৎ তিনি যত ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে 'শেরশাহ'-এর জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন। এই ছবির জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন তিনি।
পরিচালক জানিয়েছেন, ক্যাপ্টেন বিক্রম বাত্রা এমনিতে কেমন মানুষ ছিলেন, কীভাবে কথা বলতেন, তাঁর ব্যবহার কেমন ছিল, ইত্যাদি সম্বন্ধে গোটা টিমকে গাইড করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু কর্নেল সঞ্জীব জামওয়াল। তাঁরা একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন।
এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আডবাণীকেও। নায়িকার কথায়, ক্যাপ্টেন বিক্রম বাত্রার মা-বাবা সিদ্ধার্থকে তাঁদের ছেলের চরিত্রে দেখতে খুবই উদগ্রীব হয়ে আছেন। 'তোমাদের দেখে আমাদের ছেলের কথা মনে পড়ে যাচ্ছে,' বলেন তাঁরা। ওটিটি প্ল্যাটফর্মে ১২ অগাস্ট মুক্তি পাচ্ছে 'শেরশাহ'।