এক্সপ্লোর
মুক্তি পেল বেগম জানের ট্রেলার

মুম্বই: সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবি বেগম জানের ট্রেলার মুক্তি পেল। বাংলা ছবি রাজকাহিনীর রিমেক এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর বদলে যৌনপল্লীর মাসি বা মালকিন বিদ্যা বালান। বাংলা ছবির মত এখানেও পল্লীটিও সীমাবদ্ধ একটি প্রাসাদোপম বাড়িতে। বাড়ির মাঝখান দিয়ে চলে গিয়েছে র্যাডক্লিফ লাইন। ভাগ হচ্ছে ভারতবর্ষ। নিজেদের রুটি রুজি ও মাথা গোঁজার ছাদ বাঁচানোর জন্য লড়ছেন বেগম ও তাঁর মেয়েরা। যীশু সেনগুপ্তর জায়গায় এখানে বিলেনের চরিত্রে চাঙ্কি পান্ডে। ব্যাকগ্রাউন্ডে অমিতাভ বচ্চনের ব্যারিটোন ভয়েস। চলুন, দেখে নেওয়া যাক ট্রেলারটি
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















