Belashuru: সচেতনতা প্রচারে 'বেলাশুরু', 'টাপা টিনি'-র সুরে সতর্ক করছে সাইবার ক্রাইম
Crime Branch Associates with Belashuru: কল্যাণ মুখোপাধ্যায় এর কথায়, 'একটি জনপ্রিয় গান, ‘ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা’ মানুষের মুখে মুখে ঘুরছে। একটি বাচ্চা মেয়ের চরিত্র, সে এই গানটি অসংখ্য মানুষের মত গুনগুন করতে করতে তার সঙ্গে মিলিয়ে বলছে ‘পাসওয়ার্ড জটিল হলে তবেই হবে খাসা’
কলকাতা: এবার সাইবার সতর্কতারও 'বেলাশুরু'। ছবি মুক্তির পরে তার জনপ্রিয়তা দেখে এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বেলাশুরু' থিমে সাইবার সতর্কতা প্রচারের উদ্যোগ সিআইডি (CID)-র। ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া, মোবাইলের রিংটোন হয়ে উঠেছে নতুন গান 'টাপা টিনি'। সেই গানেরই ভাষা সামান্য বদলে সচেতনতা প্রচারে ব্যবহার করবে ক্রাইম ইনভেস্টিগেসন ডিপার্টমেন্ট (Crime Investigation Department)।
ইতিমধ্যেই বানিয়ে ফেলা হয়েছে দুটি পোস্টার। একটি পোস্টারে শ্রদ্ধা জানানো হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatillekha Sengupta)। তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে ছবিতে। সেইসঙ্গে লেখা হয়েছে, 'এইবার সাইবার ক্রাইম সতর্কতার 'বেলাশুরু' (Belashuru)। দ্বিতীয় পোস্টারে বানিয়ে ফেলা হয়েছে একটি কার্টুন যার নাম দেওয়া হয়েছে 'চিনি' (Chini)। সেই চিনি নাচ করছে টাপা টিনি'-র তালে। আর সেই কার্টুনই সচেতনতা প্রচারে পরিবর্তিত 'টাপা টিনি' গানটি গাইবে। সিআইডি-র এই উদ্যোগে খুশি শিবপ্রসাদও। তিনি বলছেন, 'আমরা আমাদের সিনেমার মাধ্যমে সমাজের এমন একটা কাজে জড়িয়ে থাকতে পেরে খুব খুশি। আশা করছি এই উদ্যোগ খুব ভালো প্রতিক্রিয়া পাবে।
আরও পড়ুন: Karan Johar Birthday: ৫০তম জন্মদিনে দু'টি বড় ঘোষণা কর্ণ জোহরের
পশ্চিমবঙ্গের ডি.এই.জি, সি.আই.ডি স্পেশাল, কল্যাণ মুখোপাধ্যায় এর কথায়, 'নন্দিতাদি এবং শিবপ্রসাদ বাবুর সিনেমা বেলাশুরু অসম্ভব জনপ্রিয় হয়েছে। তারই একটি জনপ্রিয় গান, ‘ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা’ মানুষের মুখে মুখে ঘুরছে। সি.আই.ডি-র যে ম্যাস্কট, চিনি বলে একটি বাচ্চা মেয়ের চরিত্র, সে এই গানটি অসংখ্য মানুষের মত গুনগুন করতে করতে তার সঙ্গে মিলিয়ে বলছে ‘পাসওয়ার্ড জটিল হলে তবেই হবে খাসা’ এবং সেখান থেকেই আমরা বহু মানুষের কাছে পৌছতে চাইছি এই বার্তা নিয়ে বলছে পাসওয়ার্ড যেন যথেষ্ট কমপ্লিকেটেড হয় ফলে সহজে হ্যাক না করা যায়। এরই সাথে একটি পোস্টারও সি.আই.ডি থেকে তৈরী করা হয়েছে যেখানে শ্রদ্ধেয় সৌমিত্র বাবু এবং স্বাতীলেখাদির ছবি আছে। এটিও বেলাশুরুর একটি স্টিল এবং সেখানেও চিনির বক্তব্য হচ্ছে ‘এইবার সাইবার ক্রাইম সতর্কতার বেলাশুরু, It’s time enough to arise, awake against cyber crime এবং সেখানে আমরা এই ছবিটি বেছে নিয়েছি যেখানে সৌমিত্র চা দিচ্ছেন স্বাতীলেখাকে। আমরাও বলতে চাই যে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে সি.আই.ডি প্রত্যেকের সঙ্গে সাইবার ক্রাইম সম্বন্ধে সমস্ত তথ্য এবং সমস্ত সতর্কতা ভাগ করে নিতে চায় যাতে মানুষ আরও সতর্ক হন, আরও নিরাপদে থাকুক'