Belashuru: শ্যুটিংয়ের ফাঁকে ক্রিকেটীয় আড্ডায় মজে সৌমিত্র-শিবপ্রসাদ, 'বেলাশুরু' ক্যামেরার পিছনের গল্প প্রকাশ্যে
আগামী ২০ তারিখ মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। তার আগে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর তরফ থেকে
কলকাতা: সোনাঝুরির মধ্যে জোরকদমে চলছে শ্যুটিং। তারমধ্যেই চেয়ার পেতে জোর আলোচনা চলছে অভিনেতা আর পরিচালকের। নাহ.. কোনও সিনেমার দৃশ্য দিয়ে নয়। এই আড্ডা ঘোরতর ক্রিকেটের। কে এল রাহুল, মুরলী বিজয়, রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলি... আলোচনায় কেবল এদেরই নাম।
আগামী ২০ তারিখ মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। তার আগে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর (Windows) তরফ থেকে। সেখানে দেখা যাচ্ছে, সোনাঝুরিতে বসে ক্রিকেটের আড্ডায় মজেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibproshad Mukherjee), আর সৌমিত্র চট্টোপাধ্যায়। শ্যুটিংয়ের ফাঁকেই চলছে আড্ডা। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ক্রিকেট ভালোবাসতেন। আর অভিনয়ের ফাঁকে হামেশাই ক্রিকেট নিয়ে গল্প করতেন তিনি।
ঋষভ পন্থ আর পূজারা খেলার প্রশংসা শোনা গেল সৌমিত্র-শিবপ্রসাদের মুখে। ১ মিনিট ৩ সেকেন্ডের এই ক্লিপিংসে ধরা পড়ল শ্যুটিংয়ের ফাঁকে অমলিন আড্ডার ছবি। শেষে পর্দায় ফুটে উঠল, বাকি গল্প ২০ মে, বড়পর্দায়।
আরও পড়ুন: Dev-Rukmini: রুক্মিণীর সামনেই দেবকে চুম্বন জিতের, নজর কাড়ল দুই নায়কের খুনসুটি
সদ্য মুক্তি পেয়েছে 'বেলাশুরু'-র টাইটেল ট্র্যাক। শুধু পর্দার দৃশ্য নয়, সদ্য মুক্তি পাওয়া ভিডিওতে উঠে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের রসায়ন। গানের ঝলক শুরু হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখার সেনগুপ্তের (Swatilekha Sengupta) ছবি দিয়ে। একে অপরের সঙ্গে কথা বলছেন, হাসছেন তাঁরা। এরপর নিজেদের মতো করে ফুটে উঠেছে বিভিন্ন জুটির রসায়ন। সেতারে মগ্ন সুজয়প্রসাদের (Sujoyproshad) পিঠে মাথা রাখছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মনামী ঘোষ (Monami Ghosh), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও খরাজ বন্দ্যোপাধ্যায়ের (Khoraj Mukherjee) রসায়নও অমলিন। বুধবার সকালে মুক্তি পাওয়া এই গানের ঝলক মন ছুঁয়েছে সবারই। গানের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (Probuddha Banerjee) ও কবীর সুমন (Kabir Suman)
">