Bengali Film: সাইকোলজিক্যাল থ্রিলারে তথাগত ও শ্রীতমা, আসছে পারমিতার 'মাকড়সা'
Paromita Munshi: গল্পে তথাগতর চরিত্রের নাম অতনু। তিনি একজন বিজ্ঞানী, মাকড়সার বিষ নিয়ে গবেষণা করছেন। জীবনের একটি বিশেষ ঘটনার কারণে, মহিলাদের এড়িয়ে চলে তিনি
![Bengali Film: সাইকোলজিক্যাল থ্রিলারে তথাগত ও শ্রীতমা, আসছে পারমিতার 'মাকড়সা' Bengali Film: Paromita Munshi making a new short film named Makorsha casting Tathagata and Shreetoma Bengali Film: সাইকোলজিক্যাল থ্রিলারে তথাগত ও শ্রীতমা, আসছে পারমিতার 'মাকড়সা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/b4e7f80975d64ee9917c23a40bbbfc0c169626220854149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) ও শ্রীতমা ভট্টাচার্য্য (Shreetoma Bhattacharya)-কে নিয়ে নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবির শ্যুটিং শেষ করলেন পরিচালক পারমিতা মুন্সী (Paromita Munshi)। ছবিটির নাম 'মাকড়সা' (Makorsha)। এটি একটি সাইকোলজিক্যাল রোম্যান্টিক থ্রিলার। মানসিক বিভিন্ন বিষয়কে তুলে ধরা হবে এই ছবিতে।
গল্পে তথাগতর চরিত্রের নাম অতনু। তিনি একজন বিজ্ঞানী, মাকড়সার বিষ নিয়ে গবেষণা করছেন। জীবনের একটি বিশেষ ঘটনার কারণে, মহিলাদের এড়িয়ে চলে তিনি। হঠাৎ একদিন তাঁর বাড়িতে আসেন অসামান্য সুন্দরী এক রমণী। তিনি জানান, তাঁর নাম বিভাবরী। এই চরিত্রে দেখা যাবে শ্রীতমাকে। বিভাবরী জানান, তাঁর স্বামী তাঁকে ভীষণ অত্যাচার করে। এই বিভাবরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অতনু। এরপরেই গল্পে আসে টুইস্ট। সেটি কী, তা দেখা জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।
এই ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন, শর্মিলা সিংহ ফ্লোরা, ঋতুপর্ণা দে, দেবাষীশ রায়। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন পারমিতা মুন্সী। শিল্পনির্দেশনার দায়িত্বে সুদীপ ভট্টাচার্য, সংলাপ বিন্যাস করেছেন অর্পিতা পাল। ডিরেক্টর অব ফটোগ্রাফি, প্রসেনজিৎ কোলে। সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন, শান্তদেব দত্ত। ছবির এডিটর, অরিজিৎ বসু। পোশাক পরিকল্পনা করেছেন অদিতি ভট্টাচার্য। রূপটান শিল্পী আজাদ আহমেদ। কেশবিন্যাস করেছেন, পাপিয়া। সহকারী শিল্প নির্দেশনা দিয়েছেন রঞ্জিত সাহা। লাইন প্রযোজনা সংস্থার দায়িত্বে রয়েছে শিবানী মুন্সী প্রোডাকশন। ছবির প্রযোজক মিলন চক্রবর্তী। ছবিটিকে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল ও প্রতিযোগিতায় পাঠানোর পরিকল্পনা রয়েছে পরিচালকের। হাই নেক্টস ওটিটিতে মুক্তি পাবে ছবিটা।
ইতিমধ্যে, অন্য একটি স্বল্পদৈর্ঘ্যের ছবির শ্যুটিংও শেষ করেছেন পারমিতা। ছবির নাম 'ভালবাসা ডট কম'। স্বল্পদৈর্ঘ্যের ছবিতে জুটি বাঁধছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra) ও সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee)। আর এই ছবির হাত ধরেই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন পরিচালক পারমিতা মুন্সি (Paromita Munshi)। কাঞ্চনা ও সুজয় নীল ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুজয় বিশ্বাস, শর্মিলা সিংহ ফ্লোরা ও কুমার চৌধুরী।
এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে নায়ক ও নায়িকার নাম বিপাশা ও কৌশিক। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বারে বারে প্রশ্নের মুখে পড়েছে দাম্পত্য। বর্তমানে কানে আসে অনেক দাম্পত্য ভাঙার খবরও। তেমনই এক গল্প তুলে ধরা হবে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে।
আরও পড়ুন: Sandipta Sen on Durga Puja: অনেক বছর পর পুজোয় কলকাতায়, অষ্টমীর অঞ্জলি, ভোগ মাস্ট
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)