Bengali Serial: যীশু-নীলাঞ্জনার নতুন ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ওম, বিপরীতে মৌমিতা
Bengali Serial Update: সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে পাওয়া যাচ্ছে চরিত্রদের আঁচ। ওমকে এখানে দেখা যাবে, একজন ধনী, দাম্ভিক বার-মালিকের চরিত্রে
কলকাতা: ফের ছোটপর্দায় ওম সাহানি (Om Sahani)। যীশু সেনগুপ্ত (Jissu Sengupta) ও নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjana Sengupta)-র প্রযোজনায় স্টার জলসার (Star Jalsa)-র পর্দায় আসছে নতুন ধারাবাহিক ' Love বিয়ে আজ কাল।' এই ধারাবাহিকে ওমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মৌমিতা সরকারকে। ছোটপর্দায় এই প্রথম জুটি বাঁধছেন এই দুই অভিনেতা অভিনেত্রী।
সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে পাওয়া যাচ্ছে চরিত্রদের আঁচ। ওমকে এখানে দেখা যাবে, একজন ধনী, দাম্ভিক বার-মালিকের চরিত্রে। ধারাবাহিকে তাঁর নাম ওম প্রকাশ ঘোষ। অন্যদিকে মৌমিতাকে দেখা যাবে বারের নতুন গায়িকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্রাবণ। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে বেশি টাকা দিয়ে গান গাওয়ার অফার দেয় ওম। কিন্তু সেই টাকা প্রত্যাখ্যান করে চলে যায় শ্রাবণ। কীভাবে তাঁদের মধ্যে রসায়ন জমবে, সেই গল্প নিয়েই ধারাবাহিক এগিয়ে যাবে।
আপাতত 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকটার প্রযোজনা করছেন যিশু ও নীলাঞ্জনা। এর আগে 'ঝুমুর'-এর মতো সফর ধারাবাহিক পরিচালনা করেছেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে কাজ করে ফেলেছেন ওম। এই ধারাবাহিকের হাত ধরে তিনি আবার ছোটপর্দায় ফিরছেন। তাঁর এই কামব্যাক কতটা সাফল্য পায়, সেই উত্তর দেবে সময়।
View this post on Instagram
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)-র বিপরীতে 'ভয় পেও না' ছবিতে দেখা গিয়েছিল ওমকে। আর 'ভয় পেও না'-র পর ফের একবার পর্দায় জুটি বাঁধছেন ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সঙ্গী হবেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-ও! কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি 'হাঙ্গামা ডট কম' (Hungama.com)। জন্মের খুশি বা মৃত্যুর দুঃখ নয়, এই ছবি মজার মোড়কে বলবে দুই পরিবারের মধ্যে প্রেম ও সম্পর্কের গল্প। এই ছবিতে রয়েছেন লাবণী সরকার (Laboni Sarkar), তুলিকা বসু (Tulika Bose), বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও ঋষি রাজ (Hrishie Raj)। দুই পরিবারের মধ্যে সংস্কৃতি ও মতামতের বিস্তর ফারাক, কিন্তু যদি তেমন পরিবারেরই দুই ছেলে মেয়ে এক অপরের প্রেমে পড়ে তখন? হাসির মোড়কে এমনই দুই সম্পর্কের সমীকরণের গল্প বলবে ওম, শ্রাবন্তী, বনি ও কৌশানীর নতুন ছবি 'হাঙ্গামা ডট কম'।