Bhagyashree: কপালে ১৩টা সেলাই, গুরুতর জখম ভাগ্যশ্রী! কী করে এই হাল হল অভিনেত্রীর?
Bhagyashree News: অনুরাগীরা চান ভাগ্যশ্রী আরও নতুন নতুন ছবিতে কাজ করুন। তাঁর অভিনীত ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ আজও ফেরে লোকের মুখে মুখে

কলকাতা: দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেতা ভাগ্যশ্রী (Bhagyashree)।আজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। চিকিৎসকেরা তাঁর শুশ্রষা। অন্যদিকে আরও একটি ছবিতে দেখা গিয়েছে, তাঁর কপালে ব্যান্ডেজ করা। এই ছবি ছড়িয়ে পড়তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা জানতে চেয়েছেন, কী হয়েছে সলমন খানের (Salman Khan) নায়িকার।
জানা যাচ্ছে, অভিনেত্রী পিকলবল খেলার সময়ে চোট পেয়েছেন কপালে। এর ফলে তাঁর কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে। মোট ১৩টি সেলাই পড়েছে ভাগ্যশ্রীর কপালে। আর সেই ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখন অভিনেত্রী ভাল আছেন। তিনি বিশ্রামে রয়েছেন। তাঁর কপালের ক্ষত সারতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এক অনুরাগী লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠুন। নজর লেগেছে বলে এই পরিণতি হয়েছে।' বাকি অনেক অনুরাগীই অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন।
১৯৮৯ সালে সলমন খানের বিপরীতে একটি ছবিতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল সেই ছবি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’। তবে পরবর্তীকালে চলচ্চিত্র জগৎ থেকে বিদায়ও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিবার ও সংসারে মন দিয়েছিলেন। ২০২১ সালে কঙ্গনা রানাউতের ‘থালাইভি’ ছবিতে ফের প্রত্যাবর্তন করেন ভাগ্যশ্রী। এই ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০২২ সালে প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিতেও অভিনয় করেছিলে তিনি। তবে এই ছবি বক্সঅফিসে একেবারেই ছাপ ফেলতে পারেনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি।
অনুরাগীরা চান ভাগ্যশ্রী আরও নতুন নতুন ছবিতে কাজ করুন। তাঁর অভিনীত ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ আজও ফেরে লোকের মুখে মুখে। সেই ছবিতে সলমনের সঙ্গে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। সলমনের সঙ্গে তাঁর রসায়ন দর্শকও বেশ পছন্দ করেছিল। তবে এরপরে দীর্ঘদিন বলিউডে কাজ করেননি ভাগ্যশ্রী। তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত ছিলেন। বিবাহ করেছিলেন। কিন্তু এরপরে, ২০২১ সালে, দীর্ঘ বিরতির পরে তিনি আবার অভিনয়ে ফেরেন। তবে দ্বিতীয়বার অভিনয়ে ফিরে তিনি তেমনভাবে সাড়া ফেলতে পারেননি। তবে অভিনেত্রীর জনপ্রিয়তা কমেনি।






















