Bhanu Bandyopadhyay: ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে প্রকাশ্যে নতুন পোস্টার, শীতে আসছে 'যমালয়ে জীবন্ত ভানু'
Jomaloye Jibonto Bhanu: শনিবার সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল 'জীবন্ত ভানু'র ছবিতে। মুখ্য চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। একেবারে যেন হুবহু ভানু বন্দ্যোপাধ্যায়। দু'জনের মুখের আদলে এত মিল দেখলে অবাক হতে হয়।
কলকাতা: ঠিক এক বছর আগে, আজকের দিনেই ঘোষণা হয়েছিল ছবির নাম। আর এই বছর প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার (New Poster)। কারণ আজ, ২৬ অগাস্ট যে তাঁর জন্মদিন। তিনি ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay)। বাংলা সিনেমার দর্শককে যুগ যুগ ধরে হাসিয়ে রেখেছেন যিনি। এখন শুধু মুক্তির অপেক্ষায় 'যমালয়ে জীবন্ত ভানু' (Jomaloye Jibonto Bhanu)।
অভিনেতার জন্মবার্ষিকীতে প্রকাশ্যে 'যমালয়ে জীবন্ত ভানু' ছবির পোস্টার
শনিবার সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল 'জীবন্ত ভানু'র ছবিতে। মুখ্য চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। একেবারে যেন হুবহু ভানু বন্দ্যোপাধ্যায়। দু'জনের মুখের আদলে এত মিল দেখলে সত্যিই অবাক হতে হয়।
এদিন নির্মাতা ও ছবির কলাকুশলীদের তরফে এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'আজ সেই মানুষটির জন্মদিন যিনি যুগযুগ ধরে আপামর বাঙালির মনে ছিলেন, আছেন আর থাকবেন। বাংলা ছায়াছবির মাধ্যমে তিনি লাভ করেছেন অমরত্ব। তিনি শ্রদ্ধেয় শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্মরণ করেই আমাদের এবারের নিবেদন... "যমালয়ে জীবন্ত ভানু"।'
প্রসঙ্গত, এক বছর আগে এই ছবির যখন ঘোষণা করা হয়, তখন কথা ছিল এই ছবির পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। কিন্তু অবশেষে ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন ডা. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। শোনা গিয়েছিল সময় দিতে না পারায় সায়ন্তন সরে আসেন। এদিন এবিপি লাইভকে 'যকের ধন' পরিচালক বলেন, 'আমি তখন একটা ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম তাই সময় বের করতে পারছিলাম না। কিন্তু প্রযোজক চাইছিলেন 'যমালয়ে জীবন্ত ভানু'র শ্যুটিংও তখনই শুরু করা হোক। ফলে সরে আসি। সময় মিলছিল না একেবারেই।'
View this post on Instagram
গত বছর এই ছবির পোস্টার লঞ্চ হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে। ছবির প্রথম লুক পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায় ও মেয়ে বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক। ছবি সম্পর্কে গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাবাকে নিয়ে এতদিন পর কোনও কাজ হচ্ছে দেখে খুব ভাল লাগছে।' বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটকের কথায়, 'বাবার মৃত্যুর এত বছর পর তাঁকে নিয়ে ছবি করা হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এবং সবথেকে বড় পাওনা ও খুশির কারণ হচ্ছে শাশ্বত মানে আমাদের অপু এই কাজটা করছে বলে। আমি মনে করি আমার বাবার চরিত্র চিত্রণ অপুর মতো করে আর কেউ করতে পারবে না।'
আরও পড়ুন: Shah Rukh Khan: মন্নতের সামনে প্রতিবাদ, কিং খানের বাড়ির বাইরে বসল পুলিশি প্রহরা, কেন?
এদিনের পোস্টারে দেখা গেল সাইকেলের পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে 'ভানু' শাশ্বত। পায়ের কাছে বসে একটি বিড়াল। পোস্টারে উল্লেখ করা হয়েছে যে ছবিটি 'আসছে এই শীতে'। এখন দর্শক অপেক্ষায় পর্দায় ভানু বন্দ্যোপাধ্যায় রূপে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন