Bhool Bhulaiyaa 2: একশো কোটির দোরগোড়ায় 'ভুলভুলাইয়া টু', পৌঁছতে আর কত বাকি?
Bhool Bhulaiyaa 2 Box Office Collection: শুক্রবার পর্যন্ত বক্স অফিস কালেকশন রিপোর্ট যা জানা গিয়েছে, তাতে এই ছবির একশো কোটির ক্লাবে পৌঁছতে বাকি আর সামান্য।
মুম্বই: প্রত্যাশা আগেই ছিল। মুক্তির আগে থেকেই নির্মাতা থেকে দর্শকেরা আশা করছিলেন যে খুব শীঘ্রই একশো কোটির ক্লাবে পৌঁছে যাবে 'ভুলভুলাইয়া টু' Bhool Bhulaiyaa 2। অবশেষে সেই মুহূর্ত প্রায় এসে গিয়েছে। যখন প্রায় একশো কোটির ক্লাবে পৌঁছে গেল এই ছবি। শুক্রবার পর্যন্ত বক্স অফিস কালেকশন রিপোর্ট যা জানা গিয়েছে, তাতে এই ছবির একশো কোটির ক্লাবে পৌঁছতে বাকি আর সামান্য।
'ভুলভুলাইয়া টু' বক্স অফিস কালেকশন- (Bhool Bhulaiyaa 2 Box Office Collection)
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, 'সগর্বে এগিয়ে চলেছে 'ভুলভুলাইয়া টু'। নতুন প্রতিদ্বন্দ্বীদের দ্বারা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়েই একশো কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই ছবির ব্যবসা হয়েছে ৯৮.৫৭ কোটি টাকা।' প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan), কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং তব্বুকে (Tabbu)। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ অভিনেতারা। প্রথম ছবি 'ভুলভুলাইয়া'র সাফল্যের পর সিক্যুয়েলকে ঘিরে প্রত্যাশা ছিল দর্শকদের। আরসেই প্রত্যাশাই ব্যাপক প্রভাব ফেলেছে বক্স অফিস কালেকশনে।
আরও পড়ুন - Belashuru: 'বেলাশুরু'কে শুভেচ্ছা শর্মিলা ঠাকুর, রবিনা ট্যান্ডনের