এক্সপ্লোর
Advertisement
পতি পত্নী অওর ওহ-য় বৈবাহিক ধর্ষণের সংলাপ, কার্তিকের হয়ে ক্ষমা চাইলেন ভূমি পেডনেকর
শোনা যাচ্ছে, ছবি নির্মাতারা ওই সংলাপটি এডিট করে বাদ দেবেন।
মুম্বই: পতি পত্নী অওর ওহ-র ট্রেলার মুক্তি পেয়েছে আর ট্রেলারের একটি সংলাপ নিয়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক। ছবির নায়ক কার্তিক আরিয়ান তাতে বলছেন বৈবাহিক ধর্ষণ সম্পর্কে। ছবিতে অবশ্য মজা করেই সংলাপটি রয়েছে কিন্তু দর্শক তাতে মোটেই মজা পাননি।
দেখা যাচ্ছে, কার্তিক বলছেন, স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে যেতে চাইলে আমরা ভিখারি, নিজে রাজি না হলে অত্যাচারী আর কোনওভাবে ব্যবস্থা করলে ধর্ষক।
দেখুন সেই ট্রেলার
এবার প্রকৃত ‘ধর্মপত্নী’র মত এগিয়ে এসে ‘স্বামী’র ‘পাপস্খালনে’ নেমে পড়েছেন ছবির নায়িকা ভূমি পেডনেকর। কার্তিকের হয়ে ক্ষমা চেয়ে বলেছেন, কারও যদি এই মন্তব্যে খারাপ লেগে থাকে তবে সে জন্য তিনি ক্ষমাপ্রার্থী। কাউকে দুঃখ দেওয়ার কথা তাঁরা কখনও ভাবেননি। শোনা যাচ্ছে, ছবি নির্মাতারা ওই সংলাপটি এডিট করে বাদ দেবেন।
পতি পত্নী অওর ওহ ১৯৭৮-এ এই নামেই তৈরি ছবিটির রিমেক। কার্তিক, ভূমি ও অনন্যা পান্ডে ছাড়া এতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement