'Anek' Update: 'জিতবে কে? হিন্দুস্তান', নিজেদের ভাষায় আয়ুষ্মান খুরানার আগামী ছবির সমর্থনে 'অনেক' শিল্পী
Anek: সিনেমা, খেলাধুলা, টেলিভিশন এবং সঙ্গীত দুনিয়ার শীর্ষস্থানীয় ভারতীয় নামেরা এই ছবির ট্রেলার মুক্তির ট্যাগলাইন আওড়াচ্ছেন। এবং তাও যে যাঁর নিজেদের স্থানীয় ভাষায়। কেউ বলছেন গুজরাটি, কেউ মারাঠি।
নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে অনুভব সিংহ (Anubhav Sinha) পরিচালিত এবং আয়ুষ্মান খুরানা (Ayushmann Khuranna) অভিনীত 'অনেক' (Anek) ছবির ট্রেলার। যে উত্তেজনা ছবির পোস্টার প্রকাশের পর হয়েছিল, সেই উত্তেজনা দ্বীগুণ করেছে ট্রেলার। সোশ্যাল মিডিয়া ভরেছে প্রশংসায়। দেশাত্মবোধ জাগ্রত করেছে এই ছবির ট্রেলার, কিন্তু বেশ অন্যরকম এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি পদ্ধতিতে।
আয়ুষ্মানের প্রশংসায় পঞ্চমুখ দর্শক
আয়ুষ্মান খুরানা মানেই অন্য রকম কিছু। কেরিয়ারের একেবারে প্রথম ছবি থেকে এই ধারা নিজের বজায় রেখেছেন অভিনেতা। ছবির ক্ষেত্রে এমন বিষয় তিনি বেছে নেন যা তার আগে কেউ করার সাহস করেনি। তা হতে পারে 'স্পার্ম ডোনর'-এর চরিত্র, বা সমকামীর চরিত্র। এবং প্রত্যেক ক্ষেত্রে তিনি একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। ফলে তাঁর কাছ থেকে মানুষের প্রত্যাশা একেবারে অন্য মাত্রায় থাকে। সেই তালিকায় নতুন সংযোজন 'অনেক'।
'অনেক' ছবির ট্রেলার মুক্তির পর থেকে এটাই এখন 'টক অফ দ্য টাউন'। একইসঙ্গে এই ছবির বার্তাকে সমর্থন করার জন্য এগিয়ে এলেন ভারতের বেশ কিছু নামী দামি ব্যক্তিত্ব।
উত্তেজনায় পূর্ণ বিষয় এবং আকর্ষক অ্যাকশন সিক্যুয়েন্স সহ, ট্রেলারটি সকলের থেকেই দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসাও হচ্ছে। ছবিতে একগুচ্ছ ট্যালেন্টেড অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে। ছবির গল্পের পরতে পরতে মিলবে রহস্য ও ট্যুইস্ট। ট্রেলারেই স্পষ্ট উত্তর-পূর্ব ভারতের মানুষের সামাজিক দুর্দশা এবং আরও প্রয়োজনীয় কিছু সামাজিক বার্তা মিলবে এই ছবিতে।
'অনেক' ছবির সঙ্গে...
লক্ষ্যনীয় বিষয় হল, সিনেমা, খেলাধুলা, টেলিভিশন এবং সঙ্গীত দুনিয়ার শীর্ষস্থানীয় ভারতীয় নামেরা এই ছবির ট্রেলার মুক্তির ট্যাগলাইন আওড়াচ্ছেন। এবং তাও যে যাঁর নিজেদের স্থানীয় ভাষায়। কেউ বলছেন গুজরাটি, কেউ বলছেন মারাঠি, কিন্তু সকলের বক্তব্য একটাই, 'জিতবে কে? হিন্দুস্তান'।
'অনেক' ছবির পাশে দাঁড়ালেন অভিনেত্রী ভূমি পেডনেকর, অলিম্পিক মেডেলজয়ী মেরি কম, সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি, 'স্ক্যাম ১৯৯২' খ্যাত অভিনেতা প্রতীক গাঁধী, কুণাল খেমু, হুমা কুরেশি, আন্দ্রে কেভিচোসা, কম্পোজার অনুরাগ সাইকিয়া, গায়িকা জুহি সিংহ।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: Bollywood Updates: জুটি বাঁধছেন আমির-রণবীর? কোন পরিচালকের ছবিতে দেখা যাবে?
এছাড়াও হৃত্বিক রোশন, তাপসী পন্নু, রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী, জয়দীপ আহলাওয়াটের মতো শীর্ষস্থানীয় অভিনেতাদের থেকেও সমর্থন পেয়েছে এই ছবি।
'অনেক' হল একজন ভারতীয়কে নিয়ে একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার যে ধীরে ধীরে বেড়ে উঠবে এবং ভারতকে জয়ী করবে। উত্তর-পূর্ব ভারতের একাধিক অসাধারণ লোকেশনে ছবিটির শ্যুটিং হয়েছে।
আয়ুষ্মান খুরানা ও আন্দ্রে কেভিচোসা অভিনীত 'অনেক' মুক্তি পেতে চলেছে ২৭ মে।