এক্সপ্লোর
Advertisement
বিবাহবিচ্ছিন্না স্ত্রীর শ্লীলতাহানি মামলায় নওয়াজউদ্দিনের গ্রেফতারিতে স্থগিতাদেশ আদালতের
নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে বিবাহবিচ্ছিন্না স্ত্রী আলিয়া সিদ্দিকির দায়ের করা শ্লীলতাহানির অভিযোগ মামলায় কিছুটা স্বস্তি দিয়ে এলাহাবাদ হাইকোর্ট জানাল, তাঁকে গ্রেফতার করা যাবে না।
মুম্বই: নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে বিবাহবিচ্ছিন্না স্ত্রী আলিয়া সিদ্দিকির দায়ের করা শ্লীলতাহানির অভিযোগ মামলায় কিছুটা স্বস্তি দিয়ে এলাহাবাদ হাইকোর্ট জানাল, তাঁকে গ্রেফতার করা যাবে না। আলিয়া এই মামলায় অভিযুক্ত করেছিলেন বলিউড অভিনেতার তিন ভাই ফয়াজুদ্দিন, আয়াজুদ্দিন ও মুনাজুদ্দিন ও মা মেহরুন্নিসাকেও। কিন্তু একমাত্র মুনাজুদ্দিন বাদে বাকি সকলের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ জারি করেছে আদালত।
আলিয়া ওরফে অঞ্জলী পান্ডে গত ২৭ জুলাই ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে মুজফফনগরের বুধনা থানায় নওয়াজউদ্দিন, তাঁর মা ও ভাইদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ২০১২-য় তাঁকে নিগ্রহ, তাঁদের নাবালক মেয়েরও শ্লীলতাহানি করা হয় বলে নওয়াজের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। প্রথমে এফআইআর করা হয় মুম্বইয়ে, তবে যেহেতু ঘটনাটি যেখানে ঘটেছে, সেটি বুধনা থানার আওতায় পড়ে, সেজন্য সেটি সেখানে স্থানান্তরিত করা হয়।
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি সঞ্জয় কুমার পচৌরি মামলার শুনানি করেন। নওয়াজের কৌঁসুলি নাজিম জাফর জাইদি জানান, বেঞ্চ তৃতীয় ভাই মুনাজদ্দিন বাদে বাকি সবার গ্রেফতারির ওপর স্থগিতাদেশ দিয়েছে। গত ১৪ অক্টোবর আলিয়া মুজফফরনগরের পকসো আদালতে গিয়ে মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ান নথিভুক্ত করেন।
২০০৯ সালে বিয়ে হয় নওয়াজ, আলিয়ার। তাঁদের দুটি সন্তান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement