Shehnaaz Gill Chat Show: চ্যাট শো সঞ্চালনায় শেহনাজ গিল, প্রথম পর্বে অতিথি রাজকুমার রাও
Shehnaaz Gill: সলমন খানের সঙ্গে একাধিক বড় প্রজেক্টে সই করার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শেহনাজ গিলকে। নিজের চ্যাট শো সঞ্চালনা করবেন অভিনেত্রী।
![Shehnaaz Gill Chat Show: চ্যাট শো সঞ্চালনায় শেহনাজ গিল, প্রথম পর্বে অতিথি রাজকুমার রাও Bigg Boss 13 contestant actress Shehnaaz Gill to host her own chat show Rajkummar Rao first guest Shehnaaz Gill Chat Show: চ্যাট শো সঞ্চালনায় শেহনাজ গিল, প্রথম পর্বে অতিথি রাজকুমার রাও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/6651e1373be330b49dcb1e091779132d1668015202934229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: নয়া ভূমিকায় অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। এবার নিজের চ্যাট শো (chat show) নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করে নিজেই দিলেন সেই খবর।
সঞ্চালনায় শেহনাজ গিল
সলমন খানের সঙ্গে একাধিক বড় প্রজেক্টে সই করার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শেহনাজ গিলকে। নিজের চ্যাট শো সঞ্চালনা করবেন অভিনেত্রী।
'বিগ বস ১৩' প্রতিযোগী এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন। দেখেই বোঝা যাচ্ছে সেগুলি তাঁর চ্যাট শোয়ে নেওয়া প্রথম সাক্ষাৎকারে তোলা ছবি। অনুষ্ঠানের নাম 'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল' (Desi Vibes With Shehnaaz Gill)। আর প্রথম পর্বে তাঁর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)।
সম্প্রতি বেশ চর্চায় রয়েছেন শেহনাজ গিল। তা ভাইজানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েই হোক বা নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়েই হোক। এদিনের ছবিগুলিতে তাঁকে দেখা গেল মেরুন রঙের শর্ট ড্রেসে। একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'স্বপ্ন সত্যি হয়... এবং আজ তেমনই এত মুহূর্ত ছিল যখন আমি যা চেয়েছিলাম তা হল। আমি সবসময়েই প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম এবং আজ আমি তাঁর সঙ্গেই আমার প্রথম চ্যাট শো - 'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল'-এর শ্যুট করলাম। আমি সত্যি সত্যিই চাঁদে রয়েছি। আমার অনুরোধ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ রাজকুমার রাও, তুমি জানো তুমি শ্রেষ্ঠ।'
View this post on Instagram
শেহনাজ গিল, গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও 'বিগ বস ১৩' বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে হারিয়েছেন। এরপর জনসমক্ষে আসতে বেশ সময়েই নিয়েছিলেন অভিনেত্রী। ভেঙে পড়েছিলেন। তবে এখন তিনি ফিরেছেন কাজে। মুক্তির অপেক্ষায় তাঁর বেশ কিছু প্রজেক্ট।
আরও পড়ুন: 'The Crew': বড়পর্দায় একসঙ্গে তব্বু-করিনা-কৃতি, শুরু হচ্ছে 'দ্য ক্রিউ' ছবির শ্যুটিং
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)