Devoleena Bhattacharjee Engaged: বাগদান সারলেন 'গোপী বহু' দেবলীনা ভট্টাচার্য
ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। আর কদিন পরই আসছে ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার দিন আসার আগেই নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বাগদান সেরে ফেললেন 'সাথ নিভানা সাথিয়া' অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।
![Devoleena Bhattacharjee Engaged: বাগদান সারলেন 'গোপী বহু' দেবলীনা ভট্টাচার্য Bigg Boss 15 Devoleena Bhattacharjee Gets Engaged to boyfriend Vishal Singh See in Photos Devoleena Bhattacharjee Engaged: বাগদান সারলেন 'গোপী বহু' দেবলীনা ভট্টাচার্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/eabe073f3e06fe553c8c489b9f574219_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং 'বিগ বস ১৫' (Bigg Boss 15) প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) অবশষে বাগদান সারলেন। দীর্ঘদিনের প্রেমিক বিশাল সিংহের সঙ্গে বাগদান সারার পর সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। আর কদিন পরই আসছে ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার দিন আসার আগেই নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বাগদান সেরে ফেললেন 'সাথ নিভানা সাথিয়া' অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন দেবলীনা। ছবিতে প্রেমিক বিশাল সিংহের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। এক হাতে ফুলের তোড়া, অন্যহাতে আংটি নিয়ে হাঁটু মুড়ে সামনে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন দেবলীনার প্রেমিক বিশাল। দুজনের মুখের হাসি নজর কাড়ছিল। ছবি শেয়ার করে তাঁরা লেখেন, 'ইটস অফিশিয়াল।' বিশাল সিংহও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে বাগদানের কথা জানিয়ে দেবলীনাকে ভালোবাসার কথা জানিয়েছেন। নেট দুনিয়ায় প্রতিক্রিয়ায় দিয়েছেন দেবলীনা। ভালোবেসে কমেন্টে লিখেছেন, 'হ্য়াঁ। অবশেষে। আমিও তোমাকে ভালোবাসি বিশু।' দেবলীনা আর বিশালের বাগদানের ছবিতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। গায়ক অভিজিৎ সাওয়ান্ত থেকে অন্যান্য তারকারা কমেন্ট করে তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন - Sunil Grover Heart Surgery : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কমেডিয়ান সুনীল গ্রোভার
প্রসঙ্গত, 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পরই অপারেশন হয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যেক। সেই প্রসঙ্গে দীর্ঘ একটি পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেবলীনা লেখেন, 'আমার 'বিগ বস ১৫'র জার্নিটা অনেকটা রোলার কোস্টারের মতো ছিল। মানসিকভাবে, শারীরিকভাবে এবং আবেগের দিক থেকে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমায়। আপনারা সকলেই জানেন, পোল টাস্ক করার সময় আমি চোট পাই। সে কারণেই 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পরই আমার অপারেশন করানোর প্রয়োজন হয়।'
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'সাথ নিভানা সাথিয়া'-তে গোপি বহুর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নেন দেবলীনা ভট্টাচার্য। 'বিগ বস সিজন ১৩'-তে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। 'বিগ বস ১৫'তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগ দেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)