Bigg Boss 15: 'বিগ বস ১৫'-এ কি এবার ওয়াইল্ড কার্ডে এন্ট্রি হতে পারে রাখি সাওয়ান্তের? খবর সূত্রের
Rakhi Sawant in Bigg Boss 15: গত কয়েকদিনে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে রেশমি দেশাই, দেবলীনা ভট্টাচার্য, অভিজিৎ বিচুকালে নাম ঘোষণা হয়েছে। এবার রাখি সাওয়ান্ত প্রবেশ করলে অবশ্যই নতুন মোড় দেখা যাবে অনুষ্ঠানে।
নয়াদিল্লি: 'বিগ বস' (Bigg Boss) মানেই একের পর এক ড্রামা, ট্যুইস্ট চলতেই থাকে। যতদিন যেতে থাকে ততই দর্শকদের আকর্ষণ বাড়তে থাকে। এবারের 'বিগ বস ১৫'-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি (Bigg Boss 15)। সম্প্রতি শোনা যাচ্ছে এবারের বিগ বসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি (wild card) হতে পারে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। তবে অবশ্যই, চ্যানেলের তরফে এখনও এই খবরে শিলমোহর দেওয়া হয়নি।
সূত্রের খবর, রাখি সাওয়ান্তকে অপর দুই প্রতিযোগী রেশমি দেশাই ও দেবলীনা ভট্টাচার্যের (Rashami Desai and Devoleena Bhattacharjee) সঙ্গে কোয়ারান্টিনে রাখা হয়েছে। বিগ বসের প্রথম সিজনেই বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন রাখি। কিছুদিন আগেও বিগ বসে তাঁকে অতিথি হিসেবে না ডাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। বিগ বসের ঘর তাঁর চেনা পরিসর।
গত কয়েকদিনে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে তিনজনের নাম ঘোষণা হয়েছে। তাঁরা হলেন রেশমি দেশাই, দেবলীনা ভট্টাচার্য এবং মরাঠী বিগ বস খ্যাত অভিজিৎ বিচুকালে (Abhijit Bichukale)। এখন সকলেরই বক্তব্য যদি রাখি সাওয়ান্ত প্রবেশ করেন তাহলে অবশ্যই নতুন মোড় দেখা যাবে অনুষ্ঠানে। উল্লেখ্য, এই অনুষ্ঠানে অতিথি হিসেবে রাখি এসেছেন আগেই। সম্প্রতি তিনি সলমন খান (Salman Khan) অভিনীত 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' (Antim: The Final Truth) নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছেন। তিনি এও জানিয়েছেন যে ছবিটি দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।
বলিউডে বিতর্কের কথা বললে রাখি সাওয়ান্তের নাম মাথায় আসেই। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করে বা কোনও ভিডিও বা ছবি পোস্টের মাধ্যমে তিনি লাইমলাইটে থাকেন। অনেকেই তাঁর এমন পোস্ট বা মন্তব্য করার অভ্যেসকে 'পাব্লিসিটি স্টান্ট' হিসেবেই দেখেন।
কিছুদিন আগেই 'বিগ বস ওটিটি'-র প্রথম সপ্তাহান্তের এপিসোড মুক্তি পাওয়ার পরই আজব কাণ্ড ঘটান রাখি। এক সপ্তাহের পর্বে বিশেষ অতিথি হিসেবে আসেন 'বিগ বস ১৩' খ্যাত শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্ল। ব্যাপারটা খুব একটা ভাল ভাবে নেননি 'বিগ বস ১৪'-এর প্রতিযোগী রাখি সাওয়ান্ত। 'বিগ বস' কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তিনি 'ভুখ হরতাল' অর্থাৎ অনশনের সিদ্ধান্ত নেন।