Bigg Boss 16: চলতি বছর কবে থেকে শুরু হবে 'বিগ বস'?
Bigg Boss 16 Promo: এবার অফিশিয়ালি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে এই শোয়ের প্রোমো শেয়ার করা হল। তার সঙ্গে জানা গেল কবে থেকে শুরু হবে চলতি বছর 'বিগ বস'।
মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় এবং বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss) শুরু হতে চলেছে শীঘ্রই। এই শোয়ের জনপ্রিয়তা নজরকাড়া। সঞ্চালক সলমন খানের (Salman Khan) এই শো-কে ঘিরে দর্শকদের উত্তেজনা নজর কাড়ে নেট দুনিয়ায়। ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে 'বিগ বস ১৬'র (Bigg Boss 16) একাধিক তথ্য সামনে এসেছে। আর এবার অফিশিয়ালি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে এই শোয়ের প্রোমো শেয়ার করা হল। তার সঙ্গে জানা গেল কবে থেকে শুরু হবে চলতি বছর 'বিগ বস'।
'বিগ বস ১৬'-র প্রোমো প্রকাশ্যে-
সম্প্রতি নেট দুনিয়ায় শেয়ার করা হয়েছে 'বিগ বস ১৬'র প্রোমো। শেখানে 'শোলে' ছবিতে গব্বর সিং-এর জনপ্রিয় ডায়লগ বলতে দেখা যাচ্ছে সলমন খানকে। ভাইজান বলছেন, '৫০-৫০ ক্রোশ দূরে যখন বাচ্চা কাঁদবে, তখন মা বলবেন, বাছা শুয়ে পড়, নাহলে বিগ বস চলে আসবে।' প্রোমোতে এটাও জানা যাচ্ছে যে, আগামী ১ অক্টোবর হতে চলেছে 'বিগ বস'-এর প্রিমিয়র। ১ অক্টোবর রাত ৮টায় শুরু হবে 'বিগ বস ১৬'-এর প্রিমিয়র।
আরও পড়ুন - Akshay Kumar: আন্ধেরির বিলাসবহুল সম্পত্তি বিক্রি করলেন অক্ষয় কুমার, দাম কত উঠল?
প্রসঙ্গত, সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে দুটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। একটিতে 'বিগ বস ১৬' সম্পর্কে দর্শকদের মনে আরও উত্তেজনা তৈরি করছেন সলমন খান। তাঁকে দেখা যাচ্ছে কালো পোশাকে। আর তিনি বলছেন, এবার বিগ বস নিজে খেলবে। প্রোমোতে দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়েছেন সঞ্চালক। আরও একটি ভিডিওতে তিনি জানাচ্ছেন যে, চলতি বছর 'বিগ বস'-এর নিয়ম যে কোনও নিয়মই নেই। অন্যান্য সিজনের তুলনায় চলতি বছর যে এই রিয়েলিটি শো আরও বেশি অন্যরকম, তা বোঝা যাচ্ছে প্রোমো থেকেই।
'বিগ বস'-এর সঙ্গে ১৩ বছর ধরে জড়িয়ে রয়েছেন সলমন খান। বি টাউনের আরও বেশ কয়েকজন তারকা কয়েকটি সিজন এই রিয়েলিটি শো সঞ্চালনা করেন। কিন্তু তাঁদের সঞ্চালনায় সেভাবে জমে ওঠেনি 'বিগ বস'। ১৩ বছর ধরে 'বিগ বস' এবং সলমন খান, নাম দুটো যেন সমার্থক শব্দের মতে হয়ে গিয়েছে বহু দর্শকের কাছে। সেই ভাইজানই এবার শো সঞ্চালনা করার জন্য তিনগুন বেশি পারিশ্রমিক চেয়েছেন বলে খবর সূত্রের। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'সলমন খান 'বিগ বস' সঞ্চালনা করার জন্য এতদিন যে টাকা পারিশ্রমিক নিতেন, তার থেকে অন্তত তিনগুন বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন।