Bikram Chatterjee: অভিনেতাদের সমালোচনা সহ্য করার মানসিক জোর থাকা উচিত: বিক্রম চট্টোপাধ্যায়
Bikram Chatterjee on Durgapur Junction : 'দুর্গাপুর জংশন' ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।

কলকাতা: তিনি নাকি কাজ ছাড়া থাকতেই পারেন না। সারাদিন কাজ করে বাড়িতে ফিরেও রাত ১টা পর্যন্ত সেই কাজ নিয়েই ফোনে কথা বলেন। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'দুর্গাপুর জংশন' মুক্তি পাচ্ছে সামনেই। সেই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)-কে। এই ছবি যখন প্রথম ভাবা হয়েছিল, তখন অবশ্য ঠিক হয়েছিল, বিক্রমকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। আর পুলিশের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)-কে। পরে নিজেদের সম্মতিতেই বদলে যায় তাঁদের চরিত্র। কেমন ছিল সেই চরিত্রের প্রস্তুতি? ঠাকুরপুকুরকাণ্ড নিয়ে কী মতামত তাঁর? একবার একজন তারকার গায়ে কোনও তকমা লেগে গেলে, তা কাটিয়ে বেরিয়ে আসা কি সহজ? প্রেম আর বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত? এবিপি লাইভ বাংলায় অকপট বিক্রম চট্টোপাধ্যায়।
'দুর্গাপুর জংশন' ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। এই চরিত্র নিয়ে বিক্রম বলছেন, 'আমার কাছে এটা একটা একদম অন্যরকম চরিত্র, তার একটা মজা রয়েছে। আর আমি চেষ্টা করছি, আমার অভিনীত প্রত্যেকটা চরিত্রের মধ্যে যেন কিছু একটা নতুনত্ব রাখা যায়। সেটা শব্দচয়নে হতে পারে, লুকে হতে পারে, শরীরী ভাষায় হতে পারে... আমার ধারণা তাতে দর্শক ক্লান্ত হবেন না। সেই সঙ্গে আমার চরিত্রের ওপর একটা নতুন করে ভাললাগা তৈরি হতে পারে। 'শেষ পাতা' থেকে শুরু করে 'শহরের উষ্ণতম দিনে', 'পারিয়া', 'সূর্য'... প্রত্যেকটা ছবিতেই আগের ছবির ইমেজ ভেঙে বেরনোর চেষ্টা করছি। 'দুর্গাপুর জংশন'-এও সেই চেষ্টাই করেছি। এখানে আমার যে চরিত্র, সে কথায় কথায় গালমন্দ করে। মুখ চলার আগে তার হাত চলে।
সদ্য ঠাকুরপুকুরকাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল টলিউড। একটা দুর্ঘটনার সঙ্গে যদি কোনও অভিনেতা বা পরিচালকের নাম জড়িয়ে যায়, সেটা কাটিয়ে আবার মূলস্রোতে ফেরাটা কতটা কঠিন? বিক্রম বলছেন, 'আমরা যখন এই পেশায় আসি, তখন এটা মাথায় রেখেই আসি যে অন্যদের থেকে আমাদের কাজ নিয়ে আলোচনা বেশি হবে। আমরা যদি ব্যাঙ্কে চাকরি করতাম, তাহলে আমাদের কাজ নিয়ে এত আলোচনা হত না। কিন্তু আমরা পাবলিক ফিগার। ফলে আমার মনে হয়, আমাদের ভালটাকেও যদি সবাই উদযাপন করে, তাহলে খারাপ হলেও সেটা বলবে। নায়ক নায়িকাদের সেই সমালোচনটা, সেই খারাপটা শোনার, সহ্য করার মানসিক জোর থাকতে হবে।'


















