Binodini by Rukmini: পর্দার বিনোদিনীর সারথি ছিলেন মঞ্চের বিনোদিনী, রুক্মিণীকে শুভেচ্ছা সুদীপ্তার
Rukmini Sudipta: মঞ্চে নিজেও বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা। কিন্তু পর্দার বিনোদিনী তাঁরই হাতে তৈরি। আজ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আজ ছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সুদীপ্তা

কলকাতা: প্রশিক্ষণ শেষ, এবার পরীক্ষা। আজ থেকে শ্যুটিং শুরু হল রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত 'বিনোদিনী-একটি নটির উপাখ্যান'। এই চরিত্রের জন্য দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রীকে। বিনোদিনীকে নিজের মধ্যে আত্মস্থ করা নেহাত সোজা নয়। আর সেই প্রশিক্ষণে রুক্মিণীর সারথি ছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
মঞ্চে নিজেও বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা। কিন্তু পর্দার বিনোদিনী তাঁরই হাতে তৈরি। আজ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আজ ছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সুদীপ্তা। লিখেছেন, 'আজ সেই দিন। তোমায় অনেক শুভকামনা প্রিয় রুক্মিণী। এই ছবির প্রস্তুতির জন্য কোথাও কোনও ফাঁক রাখোনি তুমি। আর তোমার এই সফরে সামান্য সাহায্য করেছি আমি। এবার তোমার কাজের শুরু, পরিচালকের কথা মতো কাজ করার শুরু। তোমার কল্পনাকে এবার ছবিতে রূপায়িত করার সময়, ক্যামেরার সামনে ম্যাজিক করার সময়। রাজ কমল মুখোপাধ্যায় সহ গোটা ছবিট টিমকে শুভেচ্ছা।'
আরও পড়ুন: Ankush Bonny: 'বাজেট নেই তাই বিয়ে করছি না', বনিকে সোজাসাপ্টা উত্তর অঙ্কুশের
নিজের লুক প্রকাশের পরে রুক্মিণী বলছেন, 'আমায় রুক্মিণীর মতো করে সাজিয়ে তোলা যথেষ্ট পরিশ্রমসাধ্যআর কঠিন ছিল। তবে আমার টিমের ওপর ভরসা ছিল যে ওরা পারবেই। আমি কিছুই করিনি, কেবল ওদের বিশ্বাস করে গিয়েছি। তারপর দেখলাম ওরা একটা ম্যাজিক করে ফেলেছে। আমায় বিনোদিনী সাজিয়ে তুলতে মেকআপ থেকে শুরু করে কেশসজ্জা, পোশাক সব মিলিয়ে ৪ ঘণ্টা সময় লেগেছিল। রামকমলের কথাতেই আমার মেকআপে শিমার যোগ করা হয়েছিল যাতে পর্দায় আমায় ঝকঝকে দেখায়। তবে যেহেতু এটা পিরিয়ড ড্রামা, সেটা মাথায় রেখেই ছবির টোন ম্যাট হিসেবে সেট করা হয়েছিল। এই দুয়ের মেলবন্ধন ঘটানো ছিল বেশ কঠিন। এই ছবিটা বিনোদিনী দাসীর আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না।'
View this post on Instagram






















