Bipasha Basu: প্রথম সন্তান আসতে চলেছে কর্ণ-বিপাশার জীবনে?
Karan-Bipasha Expecting First Child: বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, শীঘ্রই মা হবেন বিপাশা বসু। তাঁর এবং অভিনেতা কর্ণ সিংহ গ্রোভার প্রথম সন্তানের জন্য দিন গুনছেন।
মুম্বই: বলিউডে এখন একের পর এক খুশির খবর। কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt) জানিয়েছেন যে, তিনি মা হতে চলেছেন। রণবীর কপূর (Ranbir Kapoor) ও তাঁর সংসারে সন্তান আসতে চলেছে। আর এবার আর এক অভিনেত্রীর মা হতে চলার খবরে উত্তাল নেট দুনিয়া। তিনি বিপাশা বসু (Bipasha Basu)। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, শীঘ্রই মা হবেন বিপাশা বসু। তাঁর এবং অভিনেতা কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover) প্রথম সন্তানের (First Child) জন্য দিন গুনছেন।
মা হতে চলেছেন বিপাশা বসু?
সদ্যই নেট দুনিয়ায় বিভিন্ন মাধ্যমের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, শীঘ্রই প্রথম সন্তানের জন্ম দেবেন বিপাশা বসু। বেশ কিছুদিন ধরেই তাঁর মা হতে চলার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু অভিনেত্রী তা নিয়ে মুখ খোলেননি একেবারেই। বরং, তাঁর জন্মদিন থেকে কর্ণ সিংহ গ্রোভারের জন্মদিন, তাঁকে বসে থাকা অবস্থায় দেখা যায়। তখন থেকেই গুঞ্জন আরও জোরালো হয়। এবার অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে যে, মা হতে চলার খবর শীঘ্রই অফিশিয়ালি জানাতে চলেছেন বিপাশা।
আরও পড়ুন - Ananya Panday: এই বলি তারকার সঙ্গে প্রেম করছিলেন অনন্যা? ফাঁস করলেন কর্ণ
সন্তান প্রসঙ্গে আগে যা বলেন বিপাশা-
২০১৫ সালে এক হরর ছবি 'অ্যালোন' শ্যুটিংয়ের সেটে প্রথমবার কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে দেখা হয় বিপাশা বসুর। প্রথম দেখায় প্রেম। এবং তারপর বিয়ে। কর্ণ - বিপাশার বিয়ের পর-পরই তাঁদের সন্তান আসতে চলার খবর শোনা যায়। কিন্তু অভিনেত্রী সটান জানিয়ে দেন যে, সবটা তাঁদের হাতে নির্ভর করছে না। বরং, ঈশ্বর যখন চাইবেন, তখনই সব কিছু হবে। এক সাক্ষাৎকারে বিপস বলেন, 'দেখা যাক। তবে ঈশ্বর আমাদের সংসারে সন্তান চান। আর যদি আমাদের কোনও সন্তান নাও হয়, তাহলেও কোনও অসুবিধা নেই। কারণ, সারা দেশে অনেক শিশু রয়েছে। যাদের দেখার কেউ নেই। আমরা তাদেরও দেখাশোনার দায়িত্ব নিতে পারি। আমরা ভাগ্যবান। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক বাচ্চাদের আমরা দেখি, যারা সামান্য সাধারণ চাহিদাটুকুও পায় না। আমাদের প্রত্যেকের দায়িত্ব ওই সমস্ত শিশুদের দিকে দেখা। এবার দেখা যাক ভবিষ্যতে কী হয়।'
বিপাশা বসুর মা হতে চলার খবরের পাশাপাশি এমন খবরও শোনা যাচ্ছে যে, কর্ণ সিংহ গ্রোভার এবং তিনি সন্তান দত্তকও নিতে পারেন। কিন্তু তাঁদের বিয়ের পর থেকে অফিশিয়ালি কোনও ঘোষণাই হয়নি। বিয়ের পর থেকে কার্যত লাইমলাইট থেকে অনেকটাই দূরে রয়েছেন বিপাশা। খুব বেশি তাঁকে পর্দাতেও দেখা যায়নি। এখন দেখার ব্যক্তিগত জীবনের খুশির খবর তিনি কবে দেন। অপেক্ষায় অনুরাগীরা।