Bipasha Basu: মেয়ে জন্মের আগে থেকেই বড়পর্দা থেকে দূরে, অবশেষে অভিনয়ে ফেরা নিয়ে মুখ খুললেন বিপাশা!
Bipasha Basu: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে বিপাশা বলেছেন, 'আমি বলিউডকে মিস করি। ওখানেই আমার কাজ, আমার পরিচিতি'

কলকাতা: সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিপাশা বসু (Bipasha Basu)-র একটি ছবি। সেই ছবিতে দেখা গিয়েছিল, মেদ জমেছে অভিনেত্রীর চরিত্রে। সেই ফিট অভিনেত্রীর শরীরে অনেকটাই পরিবর্তন এসেছে। অনুরাগীরা অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন। আর এবার বিপাশা বসুর সিনেমায় ফিরে আসা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। দীর্ঘদিন বলিউড থেকে দূরে তিনি। কবে তিনি সিনেমায় ফিরবেন, তা নিয়ে অনেক অনুরাগীর মনেই প্রশ্ন রয়েছে। শেষবার ২০১৫ সালে বিপাশা বসুকে দেখা গিয়েছিল 'অ্যালোন' ছবিতে। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। এরপরে আর কোনও ছবিতে অভিনয় করেননি বিপাশা। ২০২২ সালে তিনি মা হয়েছেন, কোলে এসেছে একরত্তি মেয়ে দেবী। আর এর মধ্যেই সদ্য দেওয়া সাক্ষাৎকারে নিজের বলিউডে ফেরা নিয়ে মুখ খুললেন বিপাশা।
কবে বলিউডে দেখা যাবে বিপাশাকে?
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে বিপাশা বলেছেন, 'আমি বলিউডকে মিস করি। ওখানেই আমার কাজ, আমার পরিচিতি। কিন্তু আমি এটাও জানি, বলিউড আমাকে কখনও ভুলবে না। আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু আমার বাচ্চা বড় হবে। একজন মায়ের জন্য এটা কঠিন ব্যাপার, যে আমাদের কী করা উচিত। এটা আমার ভাবনায় সবসময় থাকে। মাঝে মাঝে ভাবি, আমার কি কাজ শুরু করে দেওয়া উচিত? আমি নিজেই কাজ শুরু করতে চাই। কিন্তু আমার মনে হয়, এখন সময় এসেছে যে আমি আবার কাজ শুরু করব।'
মেয়ে সম্পর্কে বিপাশা
মেয়েকে নিয়ে বিপাশা সদ্যই একটি সাক্ষাৎকারে বলেছেন, 'দেবী-র মা জানে না ও কি করে। ওর কোনও ধারণাই নেই। কারণ ও জন্মানোর পর থেকে আমি অভিনয় থেকে দূরে। দেবী আমার কোনও সিনেমাই দেখেননি। সেই কারণে দেবী কিছুই জানে না।' বিপাশা সদ্যই ওটিটিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁর মেয়ে এখন একটু বড় হয়েছে। সেই কারণে তাঁর আবার পরিকল্পনা রয়েছে অভিনয়ে ফেরার। দীর্ঘদিনই অভিনয় থেকে দূরে রয়েছেন বিপাশা। স্বামী কর্ণ ও দেবীকে নিয়েই সুখে সংসার করছেন তিনি। হামেশাই তাঁরা একসঙ্গে সফরে যান। সোশ্যাল মিডিয়ায় দেবীর একাধিক ছবিও শেয়ার করে নেন বিপাশা। তবে দীর্ঘদিনই অভিনয়ে দেখা যায় না বিপাশাকে। অনুরাগীদের আশা, খুব তাড়াতাড়ি তিনি আবার অভিনয়ে ফিরবেন।






















