(Source: ECI/ABP News/ABP Majha)
Atlee Birthday: ৩৭শে পা দিলেন 'জওয়ান' পরিচালক, বিশেষ দিনে পরিচালক অ্য়াটলিকে ভালবাসায় ভরালেন অনুরাগীরা
Atlee Birthday Special Wishes: অভিনেত্রী রিধি ডোগরা পরিচালককে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন?
কলকাতা: তাঁর পরিচালিত 'জওয়ান' এইমুহূর্তে টক অফ দ্য় টাউন। বিশ্বব্য়াপী এই ছবির ব্য়বসা প্রায় হাজার কোটির কাছাকাছি। হ্য়াঁ, আপতত সমস্ত লাইমলাইট যাঁর দিকে আছে তিনি দক্ষিণী পরিচালক অ্য়াটলি (Atlee Birthday)। আজ ৩৭ বছরে পা দিলেন তিনি। আর এই বিশেষ দিনটি স্ত্রী প্রিয়া ও নবজাতক পুত্র মীরের সঙ্গেই কাটালেন তিনি।
নিজের ট্য়ুইটার হ্য়ান্ডেলে স্ত্রী-পুত্রর সঙ্গে একটি ছবি পোস্ট করে অ্য়াটলির স্ত্রী প্রিয়া লেখেন, ' আমার এরথেকে বেশি কিছু চাওয়ার নেই, জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে। আমার জীবনকে এত সুন্দর করে তোলার জন্য় ধন্য়বাদ।'
প্রিয়া মজার ছলে আরও লেখেন,'আমার প্রতি তোমার যে ভালবাসা তার সঙ্গে তাল মেলানো মীরের পক্ষে কিছুটা কঠিন হবে। ' প্রিয়া বলেন,'তুমি যেমন তোমাকে সেইভাবেই ভালবাসি। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সারাজীবন ধরেই এভাবেই ভালবেসে যাব।'
পরিচালকের দীর্ঘদিনের সহযোগী অভিনেতা থালাপ্যাথি বিজয়, যিনি 'জওয়ান' ছাড়া অ্যাটলির সমস্ত ছবিতেই অভিনয় করেছেন, তিনি তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ শেয়ার করে পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন...
বুকে ক্ষতচিহ্ন, চোখের তলায় কালি, নিজের নতুন পরিচয় প্রকাশ্য়ে আনলেন অনিল কপূর
অভিনেত্রী রিধি ডোগরা (Ridhi Dogra) পরিচালককে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন “জন্মদিনের অনেক শুভেচ্ছা । 'জওয়ান'-এর সাফল্য়ের মতই আপনার জীবন আনন্দে ভরে যাক। আপনার স্বাস্থ্য ও হৃদয়ও সর্বদা ভাল থাকুক। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত।"
শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফ থেকে পরিচালককে শুভেচ্ছা জানানো হয়েছে। ট্য়ুইটারে লেখা হয়েছে,"পাওয়ারহাউস ডিরেক্টর, @Atlee_dir কে শুভ জন্মদিন!"
অ্যাটলির ছোট ফিল্মোগ্রাফিতে রয়েছে 'থেরি', 'রাজা রানী', 'মেরসাল' এবং 'বিগিল'-এর মত হিট ছবি। এর পাশাপাশি তিনি সুপারস্টার রজনীকান্ত-অভিনীত-ব্লকবাস্টার 'এনথিরান'-এ সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।
প্রসঙ্গত, 'জওয়ান' ছবির হাত ধরে বলিউডে পা রাখলেন তামিল তারকা নয়নতারা। এই প্রথম বলিউড ছবির পরিচালনা করলেন অ্যাটলি। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে দক্ষিণের তারকা অভিনেতা বিজয় সেতুপতিকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মলহোত্র, ঋধি ডোগরা, লেহর খান, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন