Biswajit Chatterjee on Arpita: 'একা লড়াই করে জয়ী হয়ে দেখাল অর্পিতা', পুত্রবধূকে সাধুবাদ বিশ্বজিতের
Biswajit Chatterjee on Arpita Chatterjee: বিশ্বজিৎ এই শোটি দেখে বলেন.. কথায় বলে না.. 'ওয়ান ম্যান আর্মি'। একজনই লড়াই জিতে যেতে পারে'
কলকাতা: তিনি চিরকালই নিজের পুত্রবধূকে একটু বেশিই স্নেহ করেন। সবসময়েই তাঁর হয়ে কথা বলেন। আর সেই স্নেহের পাত্রী যখন থিয়েটারের মঞ্চে অভিনয় করছেন তাঁরই শহরে.. তিনি দেখতে আসবে না তাও কি হয়! তাই পুত্রবধূ অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee)-র থিয়েটার 'মাই নেম ইজ জান' (My Name is Jaan) দেখতে মঞ্চে ছুটে এসেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। আর অনুষ্ঠান শেষের পরে, মঞ্চে উঠে তিনি পুত্রবধূ অর্পিতাকে ভরিয়ে দিলেন প্রশংসায়। কালো শাড়িতে অর্পিতা মাথা নিচু করে শুনলেন প্রশংসা।
বিশ্বজিৎ এই শোটি দেখে বলেন.. কথায় বলে না.. 'ওয়ান ম্যান আর্মি'। একজনই লড়াই জিতে যেতে পারে। আজ অর্পিতা সেটাই আমার সামনে করে দেখাল। সবার সামনে করে দেখাল। আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি। বাহবা দিচ্ছি। এই নাটকের যিনি পরিচালক, তাঁকেও শুভেচ্ছা। পরিচালকই নাটকে প্রাণ। আপনারা একবার পরিচালকের জন্য সবাই মিলে হাততালি দিন। আমি নাটকের মঞ্চ থেকেই উঠে এসেছি। বাংলা থেকে। আমি বুঝি, মঞ্চের পিছনে যাঁরা কাজ করেন, তাঁরা একটা নাটককে সার্থক করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাঁরা খুব বড় শিল্পী। আমি আপনাদের সবার আগে সাধুবাদ জানাতে চাই। আপনারা যাঁরা এই নাটকে মিউজিশিয়ান.. তাঁদেরও সাধুবাদ। শুনলাম এই ওয়ান ম্যান আর্মি নিয়ে অর্পিতা বিশ্বভ্রমণে যাচ্ছে। আমি কেবল একটাই কথা বলতে পারি.. বিজয়ী ভব.. বিজয়ী ভব (জয়ী হও.. জয়ী হও)।
সোশ্য়াল মিডিয়ায় অর্পিতা এই ক্লিপিংসটি শেয়ার করে লিখেছেন, 'আমি বিশ্বাসই করতে পারছি না.. আমি ধন্য যে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আমার মিউডিক্যাল শোলো 'মাই নেম ইজ জান' দেখতে এসেছিলেন। মুম্বইতে। আমার আগামী শো কলকাতায়। ৬ ডিসেম্বর। জি ডি বিড়লা সভাগৃহে। বুক মাই শো-তে টিকিট পাওয়া যাচ্ছে।'
View this post on Instagram
আরও পড়ুন: Tollywood News: আসছে শ্রাবন্তী, দিতিপ্রিয়া, অঙ্কুশ, ঐন্দ্রিলার একগুচ্ছ নতুন ছবি! আর কী কী চমক থাকছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।