Tollywood News: আসছে শ্রাবন্তী, দিতিপ্রিয়া, অঙ্কুশ, ঐন্দ্রিলার একগুচ্ছ নতুন ছবি! আর কী কী চমক থাকছে?
Entertainment News: টলিউড ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে একসঙ্গে ১৮টি বাংলা সিনেমার ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসকে মুভিজ
কলকাতা: মেগা রিলিজের মেগা ঘোষণা। টলিউড ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে একসঙ্গে ১৮টি বাংলা সিনেমার ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। সোমবার জমকালো একটি ইভেন্টে উপস্থিত রইলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু নক্ষত্ররা।
অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন এবং অনির্বাণ চক্রবর্তী অভিনীত ছবি 'সান্তা' রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। এছাড়া, রাজা চন্দের ছবি 'চন্দ্রবিন্দু' তেও জুটি বেঁধেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। অন্যদিকে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, রাজনন্দিনী পাল অভিনীত, সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি 'রবীন্দ্র কাব্য রহস্য' রয়েছে মুক্তির অপেক্ষায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, জিতু কমল, রজতাভ দত্ত অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবিতে। ছবিটির নাম 'আমি আমার মতো।'
অংশুমান প্রত্য়ুষ পরিচালিত ছবি 'বাবু সোনা'-তেও জুটি বেঁধেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং জিতু কমল। মা ও মেয়ের কাহিনি নিয়ে আসছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় অভিনীত ডিয়ার ডি। ছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্র নাম্বিয়ার। অনন্যা চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায় অভিনয় করছেন অংশুমান প্রত্যুষের ছবি 'অন্নপূর্ণা'-য়। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'আবার হাওয়া বদল'-ও রয়েছে তালিকায়। ছবিটিতে অভিনয় করছেন পরমব্রত, রুদ্রনীল ঘোষ, রাইমা সেন, অনুষা বিশ্বনাথন।
'ভালবাসি তোকে ভালবেসে'। এই ছবিতে রাজনন্দিনী পাল জুটি বেঁধেছেন ঋষভ বসুর সঙ্গে। সায়ন্তন ঘোষালের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। আরিয়ান ভৌমিক, দেবত্তমা সাহা, সাহেব ভট্টাচার্য অভিনীত রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ছবি 'তবুও ভালবাসি'-র মোশন পোস্টারও। মৈনাক ভৌমিকের ছবি গৃহস্থ-তে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, আরিয়ান ভৌমিক, সৌরভ দাস। প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার।
শার্লস হোমসের ছায়ায় বাঙালি গোয়েন্দা 'সরলাক্ষ হোমস'। এই ছবিতে মুখ্য চরিত্রে ঋষভ বসু। এছাড়াও আছেন গৌরব চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। দিতিপ্রিয়া রায়, শন বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু অভিনীত ছবিটির নাম 'যদি এমন হতো।' পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'এখানে অন্ধকার'-ও রয়েছে তালিকায়। পরমব্রতর সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকার।
পায়েল সরকার ও জিতু কমলকে নিয়ে অংশুমান প্রত্যুষের আরও একটি ছবি রয়েছে। ছবিটির নাম 'আপনজন'। এক গল্পে সাতজন নারী। ছেড়ে নিজের বাড়ি, তাঁরা বিদেশে দিলেন পাড়ি? সৌরসেনী মৈত্র, রাজনন্দিনী পাল, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, অলকানন্দা রায়, দর্শনা বণিক, মানসী সিনহা অভিনীত ছবিটির নাম 'উড়নছু'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।