সেলেবদের শুভেচ্ছাবার্তা থেকে কেক, পুষ্পবৃষ্টি, কেমন কাটল দীপিকার ৩৪ বছরের জন্মদিন?
আজ বলিউডের সেই নায়িকা, ‘পদ্মাবত’ দীপিকা পাড়ুকোনের-এর জন্মদিন। ৩৪ বছরে পা দিলেন নায়িকা। এয়ারপোর্টে ভক্তের আনা কেক কাটা থেকে পুষ্পবৃষ্টি, গোটা দিন জুড়ে প্রিয় নায়িকার জন্মদিন পালন করলেন ভক্ত থেকে সেলেবরা। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা দীপিকার জন্য
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই ছবিটি পোস্ট করেন মেঘনা গুলজার। সম্প্রতি মেঘনার পরিচালনায় 'ছপাক' ছবিতে কাজ করেছেন দীপিকা। ছবিতেও দীপিকাকে দেখা যাচ্ছে 'ছপাক'-এর মেকআপে। ছবিতে মেঘনা লিখেছেন 'ইউ আর চেরিসড'।View this post on InstagramHappy Birthday to my Lil’ Marshmallow ???????????? @deepikapadukone
দীপিকাকে টুইটারে শুভেচ্ছা জানান মাধুরী দীক্ষিত, ডায়না পেন্টি।You are cherished! Happy Birthday @deepikapadukone! Stay blessed... stay blissed... ???? pic.twitter.com/e4mxaLyQIc
— Meghna Gulzar (@meghnagulzar) January 5, 2020
Happy Birthday DP!!!! Keep shining bright like you always do! Love, happiness and success always ✨????@deepikapadukone
— Diana Penty (@DianaPenty) January 5, 2020
Here's wishing you a day filled with laughter & surrounded by the ones you love. I wish that you enjoy the best of everything in life. Happy birthday @deepikapadukone❤
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) January 5, 2020
দীপিকার সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তমন্না ভাটিয়া ও।Wishing you a Very Happy Birthday @deepikapadukone Ma'am! have an amazing year ahead ????????????⚘❤#HappyBirthdayDeepikaPadukone #HappyBirthdayDeepika pic.twitter.com/bg87wnsGOa
— -Piyumi- (@__piyumiMDFAN__) January 5, 2020
অভিনেতা নিকিতিন ধীর এই ছবিটি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন 'চেন্নাই এক্সপ্রেস'-র 'মিনাম্মা'- কে।Happy birthday gorgeous! Have an amazing day and a blessed year @deepikapadukone ???????? pic.twitter.com/cGgJHtB8rT
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) January 5, 2020
ভক্তের অনুরোধে এয়ারপোর্টেই কেক কাটেন দীপিকা। সঙ্গে ছিলেন রণবীরও। কেক কেটে নিজে হাতে ভক্তকে কেকও খাইয়ে দেন তিনি।
দীপিকার জন্মদিন পালনের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশাল বড় চকলেট কেক কাটতে দেখা যায় দীপিকাকে। আর তাঁর মাথায় পুষ্পবৃষ্টি করতে দেখা যায় মেঘনা গুলজারকে।