Valentine Day 2022: ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীর সঙ্গে যে যে বলিউড ছবিগুলি দেখতে পারেন
বহু মানুষ সিনেমা দেখতে খুব পছন্দ করেন। সঙ্গীর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentines Day 2022) পছন্দের বলিউড ছবি দেখে ফেলতে পারেন।
![Valentine Day 2022: ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীর সঙ্গে যে যে বলিউড ছবিগুলি দেখতে পারেন Bollywood Movies To Watch On This Valentine's Day And Celebrate The Season Of Love Valentine Day 2022: ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীর সঙ্গে যে যে বলিউড ছবিগুলি দেখতে পারেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/13/5400aef93be7cd7e84f8aa6addb624a3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মু্ম্বই: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বিশ্বজুড়ে পালন করা হবে ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day 2022)। সারা বিশ্বের প্রেমিক-প্রেমিকা, দম্পতি, সঙ্গীরা তাঁদের মনের মানুষের সঙ্গে এই দিনটি উদযাপন করবেন। যাঁরা কাছে থাকেন, তাঁদের জন্য তো এই দিনটা স্পেশাল অবশ্যই। যাঁরা দূরে থাকেন, তাঁরাও ভার্চুয়ালি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে পারেন নানাভাবে। বহু মানুষ সিনেমা দেখতে খুব পছন্দ করেন। সঙ্গীর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে-তে পছন্দের বলিউড ছবি দেখে ফেলতে পারেন।
১. যব উই মেট- বলা হয়, পরিচালক ইমতিয়াজ আলির সবথেকে সেরা ছবি এটাই। করিনা কপূর খান, শাহিদ কপূর অভিনীত 'যব উই মেট' ছবিতে কী নেই! রয়েছে ভালোবাসা, রয়েছে মজা আবার রয়েছে অনেক অনেক বার্তা। জীবন কীভাবে বাঁচতে হয়, তা বিভিন্নভাবে দেখিয়েছে এই ছবি। গীত আর আদিত্যর জুটি খুবই পছন্দের দর্শকের। তার সঙ্গে এই ছবির প্রত্যেকটি গানই অত্যন্ত জনপ্রিয়।
২. বচনা অ্যায় হাসিনো- রণবীর কপূরের কেরিয়ারের অন্যতম জনপ্রিয় ছবি এটি। মিনিশা লাম্বা, বিপাশা বসু, দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবি দর্শকের অত্যন্ত পছন্দের। ভিন্ন ধারার ছবি এটি।
আরও পড়ুন - Ranbir-Alia: ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল? একে অপরের থেকে চোখ সরছে না রণবীর-আলিয়ার
৩. কিস কিস কো পেয়ার করু- কৌতুক অভিনেতা কপিল শর্মার কেরিয়ারের অন্যতম হিট এবং জনপ্রিয় ছবি 'কিস কিস কো পেয়ার করু'। একেবারে কমেডির মোড়কে তৈরি এই ছবি অনাবিল আনন্দ দেবে। দর্শকের অত্যন্ত পছন্দের এই ছবি দেখে ফেলতে পারেন সঙ্গীর সঙ্গে। সঙ্গে প্রাণখোলা হাসি পাবেন বিনামূল্যে।
৪. রেহনা হ্যায় তেরে দিল মে- বলিউড অভিনেতা মাধবন এবং দিয়া মির্জা এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। সঙ্গে সেফ আলি খান। ত্রিকোণ প্রেমের এই ছবি বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য পেয়েছে।
৫. বরফি- শারীরিকভাবে বেশি সক্ষম মানুষদের মধ্যেও কীভাবে ভালোবাসা থাকে, কীভাবে তাঁরা মনের ভাব প্রকাশ করেন। এবং ভালোবাসার অন্য পাঠ দেয় রণবীর কপূর ও প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ছবি 'বরফি'। এই ছবি আপনাকে যেমন বিনোদন দেবে, তেমনই চোখও ভেজাবে।
৬. বরেলি কি বরফি- আয়ুষ্মান খুরানা, কৃতী শ্যানন, রাজকুমার রাও অভিনীত বরেলি কি বরফি ছবিটি প্রেমের দিনে দেখার খুব ভালো ছবি হতে পারে।
এছাড়া, সঙ্গীর পছন্দের কিংবা নিজেদের পছন্দের যেকোনও ছবি দেখে ফেলতে পারেন ভ্যালেন্টাইন্স ডে-তে। অথবা সিনেমা হলে গিয়ে নতুন ছবিও দেখতে পারেন। তবে, অবশ্যই করোনা পরিস্থিতি মেনে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)