John Abraham: অ্যাকশন থ্রিলার ছবি নিয়ে আসছেন জন আব্রাহাম, কবে মুক্তি?
গত বছরের শেষের দিকে মুক্তি পায় 'সত্যমেব জয়তে টু'। বক্স অফিসে ইতিবাচক ছাপ ফেলে যাওয়া এই ছবির পরই এবার পরবর্তী ছবির ঘোষণা করে ফেললেন তিনি।ফের অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবি নিয়ে আসতে চলেছেন জন আব্রাহাম।
মুম্বই: বলিউড অভিনেতা জন আব্রাহামের (John Abraham) ছবি মানেই অনুরাগী থেকে দর্শক অ্যাকশন এবং থ্রিলারধর্মী বিষয়বস্তুর জন্য অপেক্ষা করে থাকেন। যদিও তিনি বেশ কিছু কমেডি ছবিতেও অভিনয় করেছেন এবং সেই ছবিগুলি বক্স অফিসে ভালো ব্যবসাও করেছে। তারপরও নেট নাগরিকরা যে অভিনেতা অ্যাকশনধর্মী ছবি বেশি পছন্দ করেন, তা তাঁদের কমেন্ট দেখেই বোঝা যায়। গত বছরের শেষের দিকে মুক্তি পায় তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'সত্যমেব জয়তে টু'। বক্স অফিসে ইতিবাচক ছাপ ফেলে যাওয়া এই ছবির পরই এবার পরবর্তী ছবির ঘোষণা করে ফেললেন তিনি। ফের অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবি নিয়ে আসতে চলেছেন জন আব্রাহাম।
আরও পড়ুন - Gangubai Kathiawadi: আইনি জটে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', বিতর্ক প্রসঙ্গে বিস্ফোরক আলিয়া ভট্ট
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির নাম ও মুক্তির দিন ঘোষণা করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। আগামী ছবির জন্য প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা। তাঁদের আগামী প্রোজেক্টের নাম 'তেহরান' (tehran)। ম্যাডক ফিল্মসের অন্তর্গত ছবি 'তেহরান' পরিচালনা করছেন অরুণ গোপালন। ছবিটি লিখেছএন রীতেশ শাহ এবং আশিষ প্রকাশ বর্মা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে জন আব্রাহামের নতুন ছবি 'তেহরান'। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করে জন আব্রাহাম লেখেন, 'আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে আসতে চলেছে অ্যাকশনধর্মী ছবি। আমার আগামী ছবির ঘোষণা করতে গিয়ে রোমাঞ্চ অনুভব করছি। তেহরান।' সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ঘোষণা করেন ট্রেড অ্যানালিস্টি তরণ আদর্শও।<
>
প্রসঙ্গত, চলতি বছর জন আব্রাহামের বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী ১ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে 'অ্যাটাক'। এই ছবি আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। ছবিতে অভিনয় করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিংহের মতো অভিনেতাদের। এছাড়াও জন আব্রাহামের হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। তাঁর অভিনীত 'এক ভিলেন রিটার্নস' মুক্তি পাবে শীঘ্রই। জন আব্রাহামকে শীঘ্রই দেখা যাবে শাহরুখ খানের 'পাঠান' ছবিতে। ছবিটি চলতি বছরই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।