(Source: ECI/ABP News/ABP Majha)
Freddy: আসছে কার্তিক-আলায়ার 'ফ্রেডি', প্রকাশ্যে প্রথম লুক পোস্টার
Kartik Aaryan: দুটি পোস্টারই বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে বালাজি মোশন পিকচার্স ও নর্দার্ন লাইটস ফিল্মস। পোস্টার দেখেই স্পষ্ট ছবিটি থ্রিলার ঘরানার।
নয়াদিল্লি: বলিউডের সাম্প্রতিক 'হার্টথ্রব' কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) আগামী ছবির প্রথম লুক পোস্টার (First Look Poster) এল প্রকাশ্যে। ছবির নাম 'ফ্রেডি' (Freddy)। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ (Disney Plus Hotstar) মুক্তি পাবে এই ছবি। 'ফ্রেডি'র প্রথম লুক পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন 'রুহ বাবা'।
প্রকাশ্যে 'ফ্রেডি'র প্রথম লুক পোস্টার
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিক পোস্ট শেয়ার করলেন অভিনেতা কার্তিক আরিয়ান। পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে যে ছবিতে তাঁকে ডাক্তারের চরিত্রে দেখা যাবে। হয়তো দাঁতের চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কার্তিকের বিপরীতে দেখা যাবে আলায়া এফ-কে (Alaya F)।
এদিন ইনস্টাগ্রামে দুটি পোস্টার শেয়ার করে নেন অভিনেতা। একটি মনোক্রোম পোস্টার, সেখানে অভিনেতাকে চশমা পরে হাতে রক্তাক্ত দাঁতের পাটি নিয়ে দেখা গেল। ক্যাপশনে লেখেন, 'ডাক্তার ফ্রেডি জিনওয়ালার অ্যাপয়েন্টমেন্ট খুব শীঘ্রই শুরু হবে।'
View this post on Instagram
অপর পোস্টারে দেখা গেল একটি কচ্ছপ। তার পিঠে আবার এক রক্তাক্ত দাঁতের পাটিতে গোলাপ ধরা। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস। ফ্রেডির পৃথিবীতে প্রবেশের জন্য তৈরি থাকুন।' এরপরেই প্রকাশ্যে আসে তাঁর নিজের প্রথম লুক।
View this post on Instagram
ছবির দুটি পোস্টারই বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে বালাজি মোশন পিকচার্স ও নর্দার্ন লাইটস ফিল্মস। পোস্টার দেখেই স্পষ্ট ছবিটি থ্রিলার ঘরানার। প্রথম লুক শেয়ার করার পর কমেন্টে প্রশংসার বন্যা।
বৃহস্পতিবার, 'ডিজনি প্লাস হটস্টার'-এর সঙ্গে পার্টনারশিপের আভাস দিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। তখনই সকলে আন্দাজ করেছিলেন যে 'ফ্রেডি' সংক্রান্ত পরবর্তী ঘোষণা হবে শীঘ্রই। হলও তাই।
আরও পড়ুন: Shaheer Sheikh: ফের ছাদনাতলায় অভিনেতা শাহীর শেখ? মুক্তির অপেক্ষায় নতুন মিউজিক ভিডিও
প্রসঙ্গত, 'ফ্রেডি' ছাড়াও কার্তিক আরিয়ানের হাতে এখন বেশ কিছু ছবি রয়েছে। কিয়ারা আডবাণীর বিপরীতে 'সত্য প্রেম কি কথা' ও হংসল মেহতার 'ক্যাপ্টেন ইন্ডিয়া' তার মধ্যে অন্যতম।