Shaheer Sheikh: ফের ছাদনাতলায় অভিনেতা শাহীর শেখ? মুক্তির অপেক্ষায় নতুন মিউজিক ভিডিও
Music Video: 'টি সিরিজ' লেবেল থেকে প্রকাশিত এই গানের নাম 'ম্যায় তেনু ছড যাউঙ্গি' (Main Tenu Chadh Jaungi)। গানে কণ্ঠ দিয়েছেন জারাহ্ এস খান। অভিনয়ে শাহীর শেখের সঙ্গে স্বয়ং গায়িকাকে দেখা যাবে।
মুম্বই: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর রোম্যান্টিক সিঙ্গল (Romantic Single)। সেই গানে শ্রোতাদের মন জয়ের পর এবার 'পেপি ওয়েডিং ট্র্যাক' (Peppy Wedding Track) নিয়ে এলেন অভিনেতা শাহীর শেখ (Shaheer Sheikh)। এই প্রথমবার অভিনেতাকে অন্য ধরণের চরিত্রে দেখা যাবে।
বিয়ের গানে শাহীর শেখ
হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ শাহীর শেখ এমনিতেই একাধিক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য বিখ্যাত। এবার কেরিয়ারে নতুন দিক উদঘাটন করতে চলেছেন তিনি। এই প্রথমবার 'ওয়েডিং ট্র্যাক' অর্থাৎ বিয়ের গানে দেখা যাবে তাঁকে।
মডেলিং, সেই থেকে অভিনয়। দক্ষতা ও ট্যালেন্ট তো বটেই, শাহীরের জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁর 'হ্যান্ডসাম' লুক। মহিলা অনুরাগীর সংখ্যা তাঁর নেহাত কম নয়। তবে শুধু তাইই নয়। রোম্যান্টিক মিউজিক ভিডিও থেকে শুরু করে আবেগঘন চরিত্র, সবেতেই নিজের অভিনয় দক্ষতা বারবার প্রমাণ করেছেন তিনি। এবার বিয়ের পিঁড়িতে নিজের ট্যালেন্ট দেখাতে আসছেন তিনি। এই ভিডিওয় তাঁকেই দেখা যাবে বরের ভূমিকায়। 'টি সিরিজ' লেবেল থেকে প্রকাশিত এই গানের নাম 'ম্যায় তেনু ছড যাউঙ্গি' (Main Tenu Chadh Jaungi)। গানে কণ্ঠ দিয়েছেন জারাহ্ এস খান। অভিনয়ে শাহীর শেখের সঙ্গে স্বয়ং গায়িকাকে দেখা যাবে।
শাহীর এবং জারাহ্-র এই মিউজিক ভিডিওর একাধিক অংশ এসেছে প্রকাশ্যে। গানের মূল ভাবের আভাস মিলেছে তাতে। অনুরাগীদের আগ্রহ বেড়েছে কারণ কোনও মিউজিক ভিডিওয় শাহীরকে এই প্রথম বরের চরিত্রে দেখতে পাওয়া যাবে। অনেকেরই মতে শাহীরের এটি অন্যতম দুর্দান্ত চরিত্র হতে চলেছে। আসন্ন বিয়ের মরসুমে কি তাহলে এই গানই মানুষের মন মজাতে চলেছে? আশাবাদী নির্মাতারা।
View this post on Instagram
আরও পড়ুন: Bhediya First Song: তালে-ছন্দে 'ভেড়িয়া'-র প্রথম গান জমাটি, প্রচারে এসে কৃতিকে কোলে তুলে নিলেন বরুণ
জারাহ্ এস খানের 'ম্যায় তেনু ছড যাউঙ্গি'র প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে 'টি সিরিজ'। মিউজিক ভিডিওর পরিচালনায় নভজিৎ বুত্তর। গানটি 'টি সিরিজ'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আজ অর্থাৎ ২৯ অক্টোবর।