SRK with Snake: শাহরুখের হাতে-কাঁধে জ্যান্ত সাপ! আম্বানি বাড়ির পার্টির ভিডিও ভাইরাল
Shah Rukh Khan: সোশ্যাল মিডিয়ায় কিং খানের একাধিক ফ্যান পেজে সাপেদের সঙ্গে শাহরুখ খানের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এখন। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, কালো স্যুট আর সানগ্লাস পরে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ। তারপর?
নয়াদিল্লি: সম্প্রতি ঈশা আম্বানি (Isha Ambani) ও আনন্দ পিরামলের (Ananda Piramal) যমজ সন্তান, কৃষ্ণা ও আদিয়ার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের কিং শাহরুখ খান (Bollywood King Shah Rukh Khan)। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিওয় দেখা গেল হালকা মেজাজে অনন্ত আম্বানি (Anant Ambani) ও তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) সঙ্গে সময় কাটাচ্ছেন কিং খান। সেই সময়েই বাদশাহর হাতে একটি সাপ তুলে দেন অনন্ত, যা মুহূর্তের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে।
কিং খানের হাতে উঠল জ্যান্ত সাপ!
সোশ্যাল মিডিয়ায় কিং খানের একাধিক ফ্যান পেজে সাপেদের সঙ্গে শাহরুখ খানের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এখন। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, কালো স্যুট আর সানগ্লাস পরে খুব ক্যাসুয়ালি দাঁড়িয়ে ছিলেন শাহরুখ। পাশে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। সেই সময় খেলার ছলেই অনন্ত এসে শাহরুখের হাতে একটি হলুদ রঙের সাপ তুলে দেন। একইসঙ্গে পিছন থেকে আরও একজন শাহরুখের গলায় একটি সাপ ঝুলিয়ে দেন।
হঠাৎ পাওয়া সারপ্রাইজে যদিও বিশেষ ঘাবড়ে যাননি অভিনেতা। কোনও ভয় তাঁর চোখেমুখে দেখা যায়নি। শাহরুখের হাতে সাপ তুলে দেওয়ার সময়ে রাধিকার গলায় উত্তেজনা শোনা যায়।
View this post on Instagram
শাহরুখ খান ছাড়াও বলিউডের একাধিক তাবড় তারকা এদিন মুকেশ আম্বানি ও নীতা আম্বানির নাতি-নাতনিদের জন্মদিনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, কিয়ারা আডবাণী, করিশ্মা কপূর, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কপূর। নিজের দুই যমজ, যশ ও রুহিকে নিয়ে হাজির ছিলেন কর্ণ জোহর।
আরও পড়ুন: ODI World Cup: গ্যালারিতে হাজির অনুষ্কা-দীপিকা, বিশ্বকাপ জ্বরে কাবু টলিউডও
শাহরুখ খান আপাতত এই বছরে তাঁর তৃতীয় ছবি 'ডাঙ্কি'র মুক্তি নিয়ে ব্যস্ত। এই প্রথম তিনি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন। ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। কিং খানের সঙ্গে অভিনয়ে দেখা যাবে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমন ইরানি প্রমুখকে। আজ আমদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছেন শাহরুখ খান ও গৌরী খান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।