বলিউডে টিনএজ নায়িকার বিপরীতে মাঝবয়সি অভিনেতা! কেমন লাগে দেখতে! ক্ষোভ দিয়া মির্জার
একসময় সৌন্দর্য্য প্রতিযোগিতায় সেরার খেতাব পাওয়া অভিনয় জগতে আসা দিয়া আগে এক সাক্ষাত্কারে বলেছেন, কোনও একপেশে বা আগে থেকে তৈরি করা ধারণা ভাল নয় বলে মনে করি।
![বলিউডে টিনএজ নায়িকার বিপরীতে মাঝবয়সি অভিনেতা! কেমন লাগে দেখতে! ক্ষোভ দিয়া মির্জার Bollywood's teenage heroine opposite to a middle-aged actor বলিউডে টিনএজ নায়িকার বিপরীতে মাঝবয়সি অভিনেতা! কেমন লাগে দেখতে! ক্ষোভ দিয়া মির্জার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/17221006/WhatsApp-Image-2020-12-17-at-4.20.46-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দিয়া মির্জা। বললেন, এটা দুর্ভাগ্য়াজনক যে, মাঝবয়সি বা বুড়ো অভিনেতারা নিজেদের চেয়ে অনেক কমবয়সের চরিত্রে অভিনয় করছেন, অথচ তাঁদের বিপরীতে অভিনেত্রীরা টিনএজার! কিন্তু এমনটা হয়ে থাকে, কেননা পুরো ইন্ডাস্ট্রিতেই যে পুরুষের আধিপত্য চলছে। তাঁর কথায়, “ এটা অত্যন্ত দুঃখজনক যে, কোনও সিনেমার গল্প মধ্যবয়সি অভিনেত্রীদের জন্য লেখা হয় না। দুর্ভাগ্যজনক হল, বয়স্করা তরুণের চরিত্রে অভিনয় করছে। সৌন্দর্য্যের সংজ্ঞাই হল, একজনকে দেখতে তরতাজা যুবক হওয়া চাই! সেকারণেই তুলনামূলক দেখতে তরুণদের নিয়ে বেশি আগ্রহ।
তবে এই বেড়াজাল অনেকটাই ভেঙেছেন অভিনেত্রী নীনা গুপ্ত। তিনি ব্যতিক্রম। এমনকী এই ধরনের অলিখিত নিয়ম ভাঙার জন্য সামনে দাঁড়িয়ে লড়াই করছেন। তিনি প্রকাশ্যে জানিয়েছেন, আমি একজন শিল্পী, আমি আমার কাজ ভালবাসি। আমাকে কাজের সুযোগ দিন। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু পরিচালক তাঁকে মুখ্য চরিত্রে কাজের সুযোগ দিয়েছেন। কিন্তু বলিউডে মধ্যবয়সী অনেক অভিনেত্রী আছেন যাঁদের লড়তে হচ্ছে, কোনও চরিত্রেই তাঁদের ভাবা হচ্ছে না, কেননা তাঁদের কথা ভেবে গল্পই লেখা হচ্ছে না। অথচ, পঞ্চাশোর্ধ্ব অভিনেতা নামছেন ১৯ বছরের অভিনেত্রীর সঙ্গে! এটাই অদ্ভূত।
একসময় সৌন্দর্য্য প্রতিযোগিতায় সেরার খেতাব পাওয়া অভিনয় জগতে আসা দিয়া আগে এক সাক্ষাত্কারে বলেছেন, কোনও একপেশে বা আগে থেকে তৈরি করা ধারণা ভাল নয় বলে মনে করি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)