Tollywood: মুখোমুখি সৌরভ-বনি, বন্ধুত্ব নয়, এবার তাঁদের সম্পর্কে 'ঝড়'?
Bonny Sengupta and Sourav Das: দুজনের হাতেই বন্ধুক। দুজনেরই মুখে ক্ষতচিহ্ন। কিন্তু ঠিক কেমন চরিত্রে তাঁদের দেখা যাবে, তা খুব একটা প্রকাশ্যে আসেনি পোস্টারে
কলকাতা: এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছে আগেই। এই ছবিতে এমন দুই অভিনেতা মুখোমুখি রয়েছেন, যাঁদের মধ্যে বাস্তবে যথেষ্ট সম্ভাব রয়েছে। তবে পর্দায় তাঁরা একে অপরের বিপরীতে। মুক্তি পেল 'ঝড়' ছবিতে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও সৌরভ দাস (Sourav Das)-এর পোস্টার ও তাঁদের লুক। ছবির পরিচালনা করছেন, আন্থনি জেন। আজ যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সৌরব ও বনিকে। দুজনের হাতেই বন্ধুক। দুজনেরই মুখে ক্ষতচিহ্ন। কিন্তু ঠিক কেমন চরিত্রে তাঁদের দেখা যাবে, তা খুব একটা প্রকাশ্যে আসেনি পোস্টারে।
এই ছবির গল্প শুরু হল কালিম্পং শহরের একটি সকাল দিয়ে। ছবিতে মাইকেল নামের একটি চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। অন্যদিকে একেবারে বিপরীত চরিত্রে দেখা যাবে সৌরভকে। একদিকে দেখা যায় মাইকেল স্যারকে, অন্যদিকে তিন চরিত্র জেন, মোনা, নাসিফা, শিখাকে দেখা যাবে একটি কলেজের হোস্টেলে। বনি অর্থাৎ মাইকেল জেনের বাবা-মাকে বুঝিয়ে তাকে কালিম্পং-য়ে পড়াতে নিয়ে এসেছে। ছাত্রছাত্রীদের ওপর যথেষ্ট স্নেহ রয়েছে বনির। আর এই জেনের সঙ্গে আলাপ হয় সৌভিক বলে একটি ছেলের। তার সঙ্গে সম্পর্কে জড়ায় জেন। আর মাইকেল স্যরকে তার অভিভাবকের মতোই মনে করে। সবটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল। কিন্তু হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা।
ছবিতে দেখা যায়, জেন হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, কোমায়। আর হঠাৎই এই সময়ে কলেজ থেকে গায়েব হয়ে যায় একের পর এক মেয়ে। মোনা, নাসিফা, শিখা ও অন্যান্যরা। ঘটনার পরিস্থিতি বুঝতে বুঝতেই সেখানে এসে হাজির হয় সৌরভ। রহস্যের মোড়কে আসা কে এই সৌরভ, তার চরিত্রের নামই বা কী.. সবটাই রহস্যাবৃত। সিনেমার সঙ্গে সঙ্গে উদঘাটন হবে এই রহস্যের। কিন্তু সৌরভকে যে খলনায়কের চরিত্রে দেখা যাবে, এই কথা স্পষ্ট। ছবিটির নাম 'ঝড়'।
ছবিতে অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় ও অন্যান্য়রা। ছবিটির শ্যুটিং হবে কলকাতা ও উত্তরবঙ্গে। "পিএস এন্টারটেইনমেন্ট" এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনাতে আসছে নতুন এই ছবি। সিনেমার সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সমিধ। এই ছবিটি ছাড়াও একাধিক ছবি রয়েছে বনির হাতে।
আরও পড়ুন:Binodini: কল্পতরু উৎসবের দিন প্রকাশ্যে এলেন 'বিনোদিনী' সিনেমার রামকৃষ্ণ, কে এই অভিনেতা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।