Box Office Collections: ৫০০ কোটির দৌড়ে সামিল সানি-আমিশার 'গদর ২', চ্যালেঞ্জের মুখে 'বাহুবলী', 'পাঠান'!
Box Office Collections Gadar 2: তরণ আদর্শ জানিয়েছেন 'গদর ২'-এর বক্সঅফিস কালেকশন এতটাই ভাল যে এই ছবি অনায়াসে চ্যালেঞ্জ করছে 'বাহুবলী ২' ও শাহরুখ খানের কামব্যাক ফিল্ম পাঠানকেও!
মুম্বই: বক্সঅফিসে চূড়ান্ত সাফল্যের দৌড় 'গদর ২' (Gadar 2)-এর। আমিশা পটেল (Ameesha Patel) ও সানি দেওল (Sunny Deol) অভিনীত এই ছবি ডিঙিয়ে যাচ্ছে একের পর এক গণ্ডি। আর এবার এই ছবি আয়ের হিসেবের নিরিখে ঢুকে পড়ল ৪০০ কোটির ক্লাবে! অঙ্কটা যেমন নজর কাড়ার মতো, তেমন কিছুটা অপ্রত্যাশিতও বটে!
আজ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ জানিয়েছেন 'গদর ২'-এর বক্সঅফিস কালেকশন এতটাই ভাল যে এই ছবি অনায়াসে চ্যালেঞ্জ করছে সুপারহিট দক্ষিণী ছবি 'বাহুবলী ২' (Bahubali 2) ও শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর কামব্যাক ফিল্ম পাঠান (Pathaan)-কেও! ৪০০ কোটির গণ্ডি ইতিমধ্যেই পার করে গিয়েছে গদর টু। আর এই ছবির অগ্রগতি দেখে ট্রেন্ড অ্যানালিকিস্টের ধারণা, তা পেরিয়ে যাবে 'পাঠান' বা 'বাহুবলী ২'-র আয়কেও! এই দুই ছবির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে 'গদর ২'। আরও একটি পোস্ট শেয়ার করে তরণ আদর্শ জানিয়েছেন, এই ছবি ইতিমধ্যেই পা বাড়িয়েছে ৫০০ কোটির দিকেও!
View this post on Instagram
২২ বছর আগে, 'গদর'-ও সাফল্য পেয়েছিল বক্সঅফিসে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। সেই সময়ে বক্সঅফিসে রীতিমতো রেকর্ড করেছিল এই ছবি। আর ২২ বছর পরে বড়পর্দায় ফিরে এই ছবি যেন প্রমাণ করে দিল সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল জুটির ম্যাজিক একটুও কমেনি। পরিচালক অনিল শর্মা 'গদর ২' ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে।
View this post on Instagram
‘গদর ২’ ছবির প্রচারের সময় একটি সাক্ষাৎকারে আমিশা বলেছেন, 'গদর মুক্তির পরে, সাফল্য উদযাপনের পার্টিতে আমার সঙ্গে দেখা হয়েছিল সঞ্জয় লীলা বনশালীর। গদর দেখার পরে উনি আমায় একটি ভীষণ সুন্দর চিঠি লিখেছিলেন। প্রশংসা করেছিলেন আমার কাজের। এরপরে আমার সঙ্গে দেখা হয়েছিল যখন, তিনি আমায় বলেছিলেন, এমন ছবি কোনও অভিনেতার ফিল্ম কেরিয়ারে মাত্র ১টিই তৈরি হয়। কিন্তু তোমার কেরিয়ারে এমন ২টো হিট ছবি রয়েছে। সেই সময়ে আমি সে কথার অর্থ সঠিকভাবে অনুধাবন করতে পারিনি অবশ্য।' ১৯৯৮ সালে 'কহো না পেয়ার হ্যায়' (Kaho Na Peyaar Hai) ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন আমিশা। সেই ছবি বক্সঅফিসে ভীষণ সাফল্য পেয়েছিল।
আরও পড়ুন: Shabana Azmi: শাবানা আজমির নাম করে প্রতারণার অভিযোগ, সাইবার ক্রাইমে অভিনেত্রী