এক্সপ্লোর
Advertisement
বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ-পুত্র, জল্পনা তুঙ্গে
মুম্বই: হালফিলে বলিউডে পা রেখেছেন বহু তারকা সন্তান। একের পর এক স্টারকিড-কে ছবিতে সুযোগ করে দেওয়া নিয়ে কর্ণ জোহরের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছিলেন কঙ্গনা রানাউত। তা নিয়ে জল ঘোলাও কম হয়নি। কিন্তু তাতে কী? তারপরেও কর্ণের হাত ধরে বলিউডে এন্ট্রি নিয়েছেন একাধিক তারকা সন্তান। এবার সেই তালিকায় সংযুক্ত হতে চলেছে আরেকটি নাম। আরিয়ান খান।
শ্রীদেবী কন্যা, সেফ-কন্যার মারকাটারি বলিউড ডেবিউ-এর পর, সকলের চোখ ছিল শাহরুখ পুত্রের দিকে। কবে সিনে টাউনে পা রাখবেন বাদশা-পুত্র? এবার সব জল্পনার অবসান ঘটতে চলেছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। কর্ণের আগামী ছবি ‘তখত’-এ আরিয়ানের ডেবিউ হতে চলেছে বলে খবর!
তবে সূত্রের খবর, অভিনেতা হিসেবে নয়। শাহরুখ-পুত্র এই ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় থাকবেন। সাহায্য করবেন কর্ণ জোহরকে। সিনেমায় অভিনয় শুরু করার আগে বহু অভিনেতাই ক্যামেরার পিছনে হাত পাকিয়েছেন। সিদ্ধার্থ মাহহোত্রা, বরুণ ধাওয়ানও ‘মাই নেম ইজ খান’ ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আরিয়ানও সম্ভবত সেই রাস্তাতেই হাঁটতে চলেছেন।
কিছুদিন আগে, শাহরুখ একটি ইন্টারভিউতে বলেন, আরিয়ান ছবি তৈরিতে আগ্রহী। বর্তমানে তিনি আমেরিকায় ছবি তৈরির পাঠ নিচ্ছেন।
‘তখত’ ছবিতে কর্ণের পরিচালনায় অভিনয় করবেন, রণবীর সিংহ, আলিয়া ভট্ট, করিনা কপূর খান প্রমুখ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement