এক্সপ্লোর
চিকিৎসা আপাতত শেষ, আমেরিকা থেকে দেশে ফিরছেন ক্যানসার আক্রান্ত সোনালি বেন্দ্রে

মুম্বই: গত ৫ মাস আমেরিকায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরছেন সোনালি বেন্দ্রে। আজই তাঁর মুম্বই বিমান বন্দরে পা রাখার কথা। এ বছরের মাঝামাঝি আচমকা খবর আসে, অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শরীরে ব্যথার জেরে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করান তিনি, তাতে ধরা পড়ে, তাঁর ক্যানসার হয়েছে, অবস্থা গুরুতর। সঙ্গে সঙ্গে সোনালির স্বামী পরিচালক গোল্ডি বেহল তাঁকে নিয়ে চলে যান আমেরিকায়। সেখানেই নিউ ইয়র্ক শহরের এক ক্যানসার ইনস্টিটিউটে এতদিন ধরে চলেছে তাঁর চিকিৎসা। জানা গিয়েছে, সোনালি এখন ক্যানসার থেকে প্রায় সেরে উঠেছেন, তবে মাঝে মাঝে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে আমেরিকা যেতে হতে পারে। আপাতত চিকিৎসকরা তাঁকে নিজের বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। টুইট করে সোনালি জানিয়েছেন এতদিন পর বাড়ি ফেরার সুযোগ পেয়ে তাঁর আনন্দের কথা। তিনি বলেছেন, ক্যানসারের সঙ্গে লড়াই এখনও শেষ হয়নি। কিন্তু এই বিরতিতে তিনি বেজায় খুশি।
#OneDayAtATime #ImComingHome pic.twitter.com/TUhE3sNNV8
— Sonali Bendre Behl (@iamsonalibendre) December 2, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















