Sushant Singh Rajput Case: কতদূর এগোল সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত? কী জানাচ্ছে সিবিআই?
এএনআইয়ের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রাইট টু ইনফরমেশন আইন অনুযায়ী সিবিআইয়ের কাছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত কতদূর এগোল তা জানতে চান এক ব্যক্তি। কী জানাচ্ছে সিবিআই?
মুম্বই: প্রায় দুটো বছর হতে চলল প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)। গত ২০২০ সালের ১৪ জুন তাঁর বান্দ্রার বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, আত্মহত্যা করেছেন অভিনেতা। যদিও তারপর থেকে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত (Sushant Singh Rajput Case) চলছে। তদন্ত করছে সিবিআই। সম্প্রতি আরটিআই (RTI) বা রাইট টু ইনফরমেশন আইন অনুযায়ী এক ব্যক্তি সিবিআইয়ের কাছে জানতে চান অভিনেতার মৃত্যুর তদন্ত কতদূর এগোল সে প্রসঙ্গে। কী জানাচ্ছে সিবিআই (CBI)?
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্ত প্রসঙ্গে সিবিআই-
এএনআইয়ের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রাইট টু ইনফরমেশন আইন অনুযায়ী সিবিআইয়ের কাছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত কতদূর এগোল তা জানতে চান এক ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তিকে কোনও উত্তরই দিতে চায়নি সিবিআই। তাদের বক্তব্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও চলছে। কোনও তথ্য এখনই প্রকাশ্যে জানান সম্ভব নয়। তথ্য প্রকাশ হলে তদন্তে বাধা এবং সমস্যা তৈরি হতে পারে। তাই ওই ব্যক্তির আর্জি সরাসরি খারিজ করে দেয় সিবিআই।
আরও পড়ুন - Ranbir Kapoor Alia Bhatt wedding: রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে এ কী প্রতিক্রিয়া শাহিদ কপূরের, অবাক নেটিজেনরা
২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। তাঁকে তাঁর বান্দ্রার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েন তাঁর প্রিয়জন থেকে অনুরাগীরা। অভিযোগের আঙুল ওঠে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সুশান্ত সিংহের পরিবারের পক্ষ থেকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় যে, তিনি অভিনেতার সম্পত্তি অনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং তাঁকে মাদক সরবরাহ করতেন। অভিনেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রায় একটা মাস জেলে কাটাতে হয় রিয়া চক্রবর্তীকে। যদিও তিনি জামিন পেয়েছেন। এবং ফের অভিনয় জগতে ফিরেছেন।