Debina-Gurmeet: দেবিনা-গুরমিতের পরিবারে এল ছোট্ট রাজকন্যা
Baby Girl Born: দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। পোস্ট করে সুখবর দিলেন গুরমিত চৌধুরি। কন্যা সন্তানের জন্ম দিলেন তারকা দম্পতি।
![Debina-Gurmeet: দেবিনা-গুরমিতের পরিবারে এল ছোট্ট রাজকন্যা celeb couple Debina Bonnerjee and Gurmeet Choudhary Blessed With A Baby Girl, Ask For Privacy As Baby Born Prematurely Debina-Gurmeet: দেবিনা-গুরমিতের পরিবারে এল ছোট্ট রাজকন্যা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/11/0cb52db7514db5b24ba204db87739c0c1668154196632229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তারকা জুটি গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary) ও দেবিনা বন্দ্যোপাধ্যায়ের (Debina Bonnerjee) কোলে এল পুঁচকে রাজকন্যা (baby girl)। দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিলেন দেবিনা। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দিলেন অভিনেতা নিজেই।
দেবিনা-গুরমিতের পরিবারে নতুন সদস্য
শুক্রবার, ১১ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন টেলিভিশন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। পোস্ট করলেন গুরমিত চৌধুরি। একটি ছবিতে 'ইট ইজ এ গার্ল' লিখে পোস্ট করেন। ক্যাপশনে লেখা, 'আমাদের ছোট্ট কন্যাকে পৃথিবীতে স্বাগত। আমরা আবার বাবা-মা হয়ে অত্যন্ত উচ্ছ্বসিত ঠিকই, আমরা একইসঙ্গে এই সময়ে খানিক ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ আমাদের সন্তান নির্ধারিত সময়ের চেয়ে তাড়াতাড়ি পৃথিবীতে এসেছে। আশীর্বাদ করতে থাকুন ও ভালবাসতে থাকুন।'
View this post on Instagram
প্রসঙ্গত, গত অগাস্ট মাসেই দ্বিতীয়বার মা হতে চলার খবর দেন দেবিনা। তার ঠিক মাস চারেক আগে তাঁদের প্রথম সন্তান, লিয়ানার জন্ম হয়। ২০২২ সালেরই ৩ এপ্রিল জন্ম নেয় লিয়ানা। এরপর ১৬ অগাস্ট, মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেবিনা লেখেন, 'কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং তা কোনওভাবেই বদলানো যায় না... এটাও তেমনই এক আশীর্বাদ... শীঘ্রই আসছে আমাদের পরিপূর্ণ করতে।'
আরও পড়ুন: Hatyapuri: শীতের ছুটিতে আসছেন 'ফেলুদা' ইন্দ্রনীল, ঘোষণা হল 'হত্যাপুরী' মুক্তির তারিখ
গুরমিত ও দেবিনা ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সারেন ২০১১ সালে। ২০২১ সালে ফের তাঁরা বাঙালি মতে বিয়ে সারেন। তাঁদের একসঙ্গে 'রামায়ণ' ধারাবাহিকে রাম ও সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)